মালদা, 5 অক্টোবর: প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই বোমা বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠল মালদার কালিয়াচক 1 নম্বর ব্লকের নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েতের সালেপুর সাতঘরিয়া গ্রাম ৷ ওই গ্রামের পলাতক তৃণমূল নেতার পরিত্যক্ত বাড়িতে বোমা বিস্ফোরণ হয়েছে বলে অভিযোগ ৷ কে বা কারা সেখানে বোমা রেখে গেল, তা নিয়ে তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ ৷ গ্রামবাসীদের বক্তব্য, কেউ বা কারা এই গ্রামকে অশান্ত করে তুলতে চাইছে ৷ এই নিয়ে যথাযথ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিক পুলিশ-প্রশাসন ৷
বৃহস্পতিবার সকাল সাড়ে 11টা নাগাদ এই বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে ৷ পরিত্যক্ত ওই বাড়িটি মহম্মদ সার্জেন শেখের ৷ অভিযোগ, তিনি 7-8 বছর ধরে তিনি পলাতক ৷ তাঁর বিরুদ্ধে কালিয়াচক থানায় একাধিক মামলা রয়েছে ৷ পুলিশের ভয়েই গ্রামছাড়া রয়েছেন তিনি ৷ তাঁর পরিবারের লোকজনও এই বাড়িতে থাকেন না ৷ সেই বাড়িতে কে বা কারা, কেন বোমা রেখে গেল, এখন সেই প্রশ্নেরই উত্তর খুঁজে বেড়াচ্ছেন গ্রামবাসীরা ৷
বোমা বিস্ফোরণের খবর পেতেই ঘটনাস্থলে আসে কালিয়াচক থানার পুলিশ ৷ দীর্ঘ সময় ধরে বাড়িটির অবস্থা খতিয়ে দেখে পুলিশ ৷ দেখা যায়, বিস্ফোরণের ধাক্কায় বাড়ির দেওয়ালের অনেক জায়গায় ফাটল ধরেছে ৷ দেওয়ালের বড় অংশ জুড়ে কালো দাগ ৷ ছাদের ফ্যান দুমড়ে মুচড়ে গিয়েছে ৷ জানালা-দরজাও ভেঙে গিয়েছে ৷ পুলিশের ধারণা, কোনও শক্তিশালী বোমা বিস্ফোরণেই ঘরের পরিস্থিতি এমনটা হয়েছে ৷ দীর্ঘক্ষণ ঘটনাস্থল পরিদর্শন করে সেখান থেকে কিছু নমুনা সংগ্রহ করে পুলিশ ৷ পুলিশকর্মীরা স্থানীয় মানুষজনের সঙ্গেও কথা বলেন ৷ পুলিশের বক্তব্য, প্রাথমিক তদন্তে মনে হয়েছে, আগে থেকেই এই বাড়িতে বোমা মজুত করা হয়েছিল ৷ কোনও কারণে সেই বোমায় বিস্ফোরণ হয় ৷