মালদা, 20 জানুয়ারি : রেললাইনের ধারে যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ৷ রতুয়া 1 ব্লকের সামসি রেলগেট সংলগ্ন এলাকার ঘটনা ৷ তবে আত্মহত্যা না খুন তা নিয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ ।
রেললাইনে উদ্ধার যুবকের দেহ, খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ - মালদা মৃতদেহ উদ্ধার
মালদায় রেললাইনের ধারে যুবকের দেহ উদ্ধার ৷ খুন না আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ ৷
গতকাল সকালে সামসি রেলগেট সংলগ্ন এলাকায় ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা । খবর দেওয়া হয় পুলিশে । রেললাইনের কাছাকাছি মৃতদেহ পড়ে থাকায় খবর দেওয়া হয় রেলপুলিশেও । রতুয়া থানার পুলিশ এসে মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায় । স্থানীয় বাসিন্দাদের অনুমান মৃত যুবকের বয়স আনুমানিক 25 বছর ।
স্থানীয় এক বাসিন্দা আশরফ হোসেন জানান, " আজ সকালে স্থানীয় লোকজনের ভিড় দেখতে পাই রেললাইনের ধারে । ঘটনাস্থানে এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখি । মৃত যুবককে আগে কখনও এলাকায় দেখা যায়নি । আমাদের অনুমান, সম্ভবত ব্রহ্মপুত্র মেল থেকে পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে ।"