পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Crackers Godown Fire: মালদায় বাজির গুদামে অগ্নিকাণ্ডে মৃত শ্রমিকের দেহ ফিরল বাড়িতে, সাহায্যের দাবি স্থানীয়দের

মালদার বাজির গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে শ্রমিক রাজু ঋষির ৷ তাঁর দেহ বাড়ি ফিরতেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ৷ সরকারি সাহায্যের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা ।

Malda fire worker death
মৃত শ্রমিক

By

Published : May 23, 2023, 7:22 PM IST

অগ্নিকাণ্ডে মৃত শ্রমিকের দেহ ফিরতেই এলাকায় শোকের ছায়া

মালদা, 23 মে: ভ্যান টেনে, দিনমজুরের কাজ করে কিছু আর্থিক উপার্জনের আশায় সাত সকালে ঘর থেকে বেড়িয়েছিলেন 45 বছরের রাজু ঋষি ওরফে মংলু । দিনের শেষে বাড়ি ফেরার কথা ছিল তাঁর । বেলা সাড়ে তিনটে নাগাদ বাড়ি ফিরল প্লাস্টিকে মোড়া তাঁর নিথর দেহ। দেহের অবস্থা এতটাই খারাপ ছিল শেষবারের মতোও রাজুকে দেখতে পেলেন না পরিবারের লোকজন । অবিলম্বে ওই পরিবারকে সরকারি সাহায্যের দাবি তুলেছেন স্থানীয় লোকজন । ইংরেজবাজারের কাজিগ্রাম পঞ্চায়েতের হঠাৎ পাড়া এলাকায় এখন শোকের ছায়া নেমে এসেছে ।

টিভির পর্দায় রাজুর দেহ উদ্ধার করে মালদা মেডিক্যালে নিয়ে যাওয়ার খবর দেখেছেন এলাকার লোকজন । দুপুর থেকে এলাকার লোকজনের চোখ শুধু রাস্তার দিকে । পাড়ার মহিলারা ছুটে গিয়েছেন রাজুর স্ত্রী অরুণাকে সামলাতে । অবশেষে বেলা সাড়ে তিনটা নাগাদ এলাকায় পৌঁছয় প্লাস্টিকে মোড়া রাজুর দেহ । সঙ্গী ইংরেজবাজার থানার পুলিশ । রীতি মানার জন্য দেহ বাড়ির উঠোনে নিয়ে যাওয়া হলেও পরিবারের কাউকে তা দেখতে দেননি স্থানীয় বাসিন্দারা ।

স্থানীয় বাসিন্দা টুম্পা ডোম জানান, রাজু ভ্যান চালানোর পাশাপাশি মাল তোলার কাজ করতেন । আজ সকালেও তিনি কাজ করতে যান । সেখানে অগ্নিকাণ্ডে মৃত্যু হয় তাঁর । মৃত রাজুর তিন ছেলে এক মেয়ে রয়েছে । তার মধ্যে বড় ছেলে বিশেষভাবে সক্ষম । মেয়ের বিয়ে হলেও বর্তমানে তিনি তাঁদের সঙ্গেই থাকেন । পুরো সংসারের দায়িত্ব ছিল রাজুর ওপর । পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন তিনি । টুম্পা বলেন, "দিন আনা দিন খাওয়া পরিবার । এখন কীভাবে এই সংসার চলবে তা জানা নেই । আমরা এই পরিবারের জন্য সরকারি সাহায্যের দাবি জানাচ্ছি ।"

ঘটনার খবর পেয়েই মৃত শ্রমিকের বাড়িতে ছুটে যান বিজেপি নেতা কাজল গোস্বামী । দেহ বাড়িতে ফেরা এবং সেখান থেকে সৎকার্যের জন্য নিয়ে যাওয়ার পর্যন্ত তিনি ওই পরিবারের সঙ্গেই ছিলেন । কাজল বলেন, "নেতাজি পৌরবাজারে বিধ্বসংসী আগুনে দু'জনের মৃত্যু হয়েছে । তার মধ্যে একজন এই রাজু । পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন তিনি । আজ তাঁর আয় বাড়িতে না-আসায়, হয়তো আজ তাঁর বাড়িতে হাড়ি চড়বে না । যদিও রাজু মৃত্যুতে এমনিতেই বাড়িতে রান্না হবে না । তাঁর এক ছেলে বিশেষভাবে সক্ষম। সরকার মানবিক হয়ে এই পরিবারের পাশে দাঁড়াক । আর্থিক ক্ষতিপূরণ ছাড়াও কিছু আয়ের উৎসের ব্যবস্থা করে দিলে এই পরিবার উপকৃত হবে ।"

উল্লেখ্য, মঙ্গলবার সাত সকালে আচমকাই বাজির গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে মালদায় । এই ঘটনায় আগুনে ঝলসে মৃত্যু হয়েছে দু'জনের । তাঁদের মধ্যে একজন হলেন পেশায় ভ্যান চালক রাজু ঋষি । ওই গুদাম থেকে কার্বাইড সরানোর কাজ করছিলেন তিনি বলে জানা গিয়েছে । সেই সময় আচমকা গুদামের ভিতরে আগুন লেগে যায় ৷ শাটার পড়ে যাওয়ায় ভিতরেই আটকে পড়েন ওই কর্মী । সেখানেই ঝলসে মৃত্যু হয়েছে তাঁর ।

আরও পড়ুন:বজবজের পর মালদা, বাজি গুদামে ভয়াবহ আগুনে মৃত বেড়ে 2

ABOUT THE AUTHOR

...view details