পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Body Recovered in Malda: কংগ্রেস প্রার্থীর ভাইপোর দেহ উদ্ধার, রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ - কংগ্রেস প্রার্থীর ভাইপো

মালদায় রেল লাইনের ধার থেকে উদ্ধার হল কংগ্রেস প্রার্থীর ভাইপোর পচাগলা দেহ ৷ ঘটনাকে ঘিরে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ মৃতের পরিবারের ৷

Congress candidate nephew recovered
কংগ্রেস প্রার্থীর ভাইপো

By

Published : Jul 20, 2023, 9:46 PM IST

কংগ্রেস প্রার্থীর ভাইপোর পচাগলা দেহ উদ্ধার

মালদা, 20 জুলাই: ভোটের ফল প্রকাশের একদিন পর থেকে নিখোঁজ ছিলেন এক কংগ্রেস প্রার্থীর ভাইপো ৷ অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোনও সন্ধান পাওয়া যায়নি ৷ অবশেষে বৃহস্পতিবার রেল লাইনের ধার থেকে নিখোঁজ ওই যুবকের পচাগলা দেহ উদ্ধার করেছে কালিয়াচক থানার পুলিশ ৷ এই ঘটনায় ইতিমধ্যে পাঁচ জনকে আটক করেছে মোথাবাড়ি থানার পুলিশ ৷ গোটা ঘটনা নিয়ে শুরু হয়েছে পুলিশি তদন্ত ৷ তবে পরিবারের অভিযোগ জ্যেঠু ভোটে দাঁড়িয়ে হেরে যান ৷ তাই ভাইপো রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছে ৷ জ্যেঠু মাহাতাব খান বলেন, "আমার ধারণা, আমার সঙ্গে কেউ এভাবে রাজনৈতিক শত্রুতা মেটাল ৷ কারণ, ভাইপো খুব সাধাসিধে ছেলে ছিল ৷ কোনও ঝামেলায় থাকত না ৷"

মৃত যুবকের নাম মহম্মদ ইসকা হাবিব খান ৷ বয়স 23 বছর ৷ বাড়ি কালিয়াচক 2 নম্বর ব্লকের মোথাবাড়ি গ্রাম পঞ্চায়েতের শ্রীপুর গ্রামের খানপাড়ায় ৷ তাঁর জ্যেঠু মাহাতাব খান ওই গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ৷ এবারও কংগ্রেসের টিকিটে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ৷ তবে তৃণমূল প্রার্থীর কাছে তিনি পরাজিত হন ৷ হাবিব পেশায় ছিলেন ট্র্যাক্টর চালক ৷ এলাকায় নির্বিরোধী হিসাবেই পরিচিত ছিলেন তিনি ৷ কারও সঙ্গে কোনওদিন তাঁকে কেউ ঝামেলা করতে দেখেনি ৷ সক্রিয় রাজনীতি থেকেও তিনি দূরেই থাকতেন ৷ তবে এবার জ্যেঠু পঞ্চায়েতের প্রার্থী হওয়ায় তিনি ভোটের আগে কিছুদিন কংগ্রেসের হয়ে প্রচারের কাজ করেছেন ৷ 13 জুলাই চায়ের দোকানে যাওয়ার নাম করে তিনি বাড়ি থেকে বেরোন ৷ তারপর থেকে তাঁর আর কোনও সন্ধান মিলছিল না ৷ অবশেষে আজ তাঁর দেহ উদ্ধার হয়েছে ৷

মাহাতাব খান বলেন, "ফল প্রকাশের একদিন পর থেকে ভাইপো নিখোঁজ ছিল ৷ চা খেতে বেরিয়ে আর বাড়ি ফেরেনি ৷ দু'দিন আত্মীয় স্বজনদের বাড়ি খোঁজাখুঁজি করার পর আমরা 15 জুলাই মোথাবাড়ি থানায় ওঁর নামে মিসিং ডায়ারি করি ৷ 17 তারিখ সন্ধে 6টা 19 মিনিটে বাড়ির নম্বরে একটি ফোন আসে ৷ ফোনে জানানো হয়, হাবিবকে ধুলিয়ানে ফেলে রাখা আছে ৷ 30 হাজার টাকা দিলে ওঁকে কালিয়াচকে ছেড়ে আসা হবে ৷ আমরা টাকা দিতে রাজি হয়ে যাই ৷ ওর সঙ্গে একবার কথা বলানোর অনুরোধ করি ৷ কিন্তু ওর সঙ্গে আমাদের কথা বলানো হয়নি ৷ ওই ফোনের যাবতীয় তথ্য আমরা মোথাবাড়ি থানায় জমা দিই ৷"

আরও পড়ুন:ভোটপরবর্তী হিংসায় কর্মীরা আক্রান্ত, হাইকোর্টের দ্বারস্থ কংগ্রেস

জানা গিয়েছে, এরপর আজ সকালে তাঁদের কাছে খবর আসে ছত্রগাছি রেল স্টেশনের ধারে জঙ্গলে একটি পচাগলা দেহ পড়ে রয়েছে ৷ সেই খবর পেয়ে তাঁরা সেখানে যান ৷ প্রথমে দেহ শনাক্ত করা যায়নি ৷ পরে মৃতদেহের পকেট থেকে আধার কার্ড, ভোটার কার্ড দেখে তাঁর দেহ শনাক্ত করতে পারে পরিবার ৷

হাবিবের মা সেতারা বিবির বক্তব্য, "অনেক রাতে ফোন করে একজন বলে, ওর নামে আমরা নাকি থানায় অভিযোগ জানিয়েছি ৷ কিন্তু আমরা ওকে চিনতে পারিনি ৷ ফোনের ওপার থেকে 30 হাজার টাকা দাবি করে ৷ কিন্তু ওরা যে অ্যাকাউন্ট নম্বর দিয়েছিল, সেটা বেঙ্গালুরুর ৷ তাই আমরা টাকা পাঠাইনি ৷ গতকাল ফের ওরা ফোন করে বলে, ওরা টাকা নেবে না ৷ আমরা যেন ছেলের দেহ নিয়ে যাই ৷ বারবার একই ফোন নম্বর থেকে আমাদের ফোন করা হয়েছিল ৷ শেষ পর্যন্ত আজ ছেলের দেহ উদ্ধার হয়েছে ৷ ওর মুখ দেখে চেনা যাচ্ছিল না ৷ মনে হচ্ছিল, অ্যাসিড ঢেলে মুখ বিকৃত করে দেওয়া হয়েছে ৷"

আরও পড়ুন:ভোটের আগের দিন মুর্শিদাবাদে পিটিয়ে খুন কংগ্রেস কর্মীকে

কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, গোটা ঘটনা নিয়ে পুলিশি তদন্ত শুরু হয়েছে ৷ মোথাবাড়ি থানার সঙ্গেও যোগাযোগ করা হয়েছে ৷ দেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালে পাঠানো হয়েছে ৷ তার রিপোর্ট আসলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ৷

ABOUT THE AUTHOR

...view details