মানিকচক, 5 জানুয়ারি : ইংরেজবাজারের ধানতলার স্মৃতি এখনও জীবন্ত ৷ শিলিগুড়ির এক যুবতিকে ডেকে এনে ওই গ্রামের এক আমবাগানে খুন করেছিল তাঁর প্রেমিক ৷ এবারও প্রায় একই ধরনের ঘটনা । মানিকচকের কামালপুর গ্রামের একটি আমবাগানে এক যুবতির অর্ধনগ্ন রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় ৷ প্রাথমিক অনুমান, ধর্ষণের পর গলায় ফাঁস লাগিয়ে খুন করা হয়েছে তাঁকে ৷ তারপর তাঁর দেহ বিকৃত করার চেষ্টা করেছে খুনিরা ৷
স্থানীয়দের তরফে জানা যায়, গতকাল সকালে মানিকচকের কামালপুরের একটি আমবাগানে এক যুবতির অর্ধনগ্ন দেহ পড়ে থাকতে দেখে তারা ৷ বয়স আনুমানিক 20-22 হবে। শরীরে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে ৷ দেখে মনে হয় ,দেহটিকে বিকৃত করার চেষ্টা করা হয়েছে । দেহের একপাশে একটি ব্যাগও পড়েছিল । তাতে বিয়ের পোশাক ছিল। স্থানীয়দের একাংশের অনুমান, ওই যুবতিকে বিয়ের আশ্বাস দিয়ে কেউ বা কারা এই আমবাগানে ডেকে এনে ধর্ষণ করে ৷ পরে খুন করে । দেহটি যাতে চিহ্নিত করা না যায় সেজন্য বিকৃত করার চেষ্টা করা হয়েছে ৷ তড়িঘড়ি খবর দেওয়া হয় মানিকচক থানায় । দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসাপাতালে পাঠিয়েছে পুলিশ ৷