মালদা, 15 জুন: পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা ৷ বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে নারী নিরাপত্তা নিয়েও ৷ এরমধ্যেই মঙ্গলবার শহরে সদ্যোজাত শিশুকন্যার দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদায় ৷ স্থানীয় নজরুল সরণি এলাকা থেকে উদ্ধার হয়েছে সদ্যোজাতের দেহটি ৷ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্য়ালে পাঠিয়েছে পুলিশ ৷ দোষীদের সনাক্ত করে কঠোর শাস্তির দাবি তুলেছে স্থানীয় বাসিন্দারা ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় দোকানদাররা সকালে দোকান খুলতে এসে পৌরসভার ডাস্টবিনের পাশে সদ্যোজাত শিশুর কন্যার দেহ পড়ে থাকতে দেখেন ৷ খবর দেওয়া হয় পুলিশে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ৷ দ্রুত ওই সদ্যোজাত শিশুকন্যার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালে পাঠিয়েছে ৷ স্থানীয় বাসিন্দাদের অনুমান, রাতের অন্ধকারে কে বা কারা সেই সদ্যোজাতের দেহ সেখানে ফেলে গিয়েছে ৷ ওই এলাকায় একাধিক নার্সিংহোম থাকায় নার্সিংহোম থেকে সদ্যোজাতকে নিয়ে এসে এই এলাকায় ফেলা হতে পারে বলেও মনে করছেন স্থানীয়দের একাংশ ৷