পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

New Born Body Recover: থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে আবর্জনা থেকে উদ্ধার সদ্যোজাতের দেহ - মালদা মেডিক্যাল

মালদায় সদ্যোজাত শিশুকন্যার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য় ৷ দেহটি ময়নাতদন্তের জন্য় মালদা মেডিক্যালে পাঠানো হয়েছে ৷

ETV Bharat
মালদায় সদ্যোজাতের দেহ উদ্ধার

By

Published : Jun 15, 2023, 4:18 PM IST

মালদা, 15 জুন: পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা ৷ বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে নারী নিরাপত্তা নিয়েও ৷ এরমধ্যেই মঙ্গলবার শহরে সদ্যোজাত শিশুকন্যার দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদায় ৷ স্থানীয় নজরুল সরণি এলাকা থেকে উদ্ধার হয়েছে সদ্যোজাতের দেহটি ৷ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্য়ালে পাঠিয়েছে পুলিশ ৷ দোষীদের সনাক্ত করে কঠোর শাস্তির দাবি তুলেছে স্থানীয় বাসিন্দারা ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় দোকানদাররা সকালে দোকান খুলতে এসে পৌরসভার ডাস্টবিনের পাশে সদ্যোজাত শিশুর কন্যার দেহ পড়ে থাকতে দেখেন ৷ খবর দেওয়া হয় পুলিশে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ৷ দ্রুত ওই সদ্যোজাত শিশুকন্যার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালে পাঠিয়েছে ৷ স্থানীয় বাসিন্দাদের অনুমান, রাতের অন্ধকারে কে বা কারা সেই সদ্যোজাতের দেহ সেখানে ফেলে গিয়েছে ৷ ওই এলাকায় একাধিক নার্সিংহোম থাকায় নার্সিংহোম থেকে সদ্যোজাতকে নিয়ে এসে এই এলাকায় ফেলা হতে পারে বলেও মনে করছেন স্থানীয়দের একাংশ ৷

প্রসঙ্গত, ঘটনাস্থলের পাশেই রয়েছে একাধিক নার্সিংহোম ৷ এর আগে মালদা শহরজুড়ে একাধিকবার এই ধরণের ঘটনা সামনে এসেছে ৷ তবে থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্ব সদ্যোজাতের দেহ উদ্ধারের ঘটনা সাম্প্রতিক সময়ে সামনে আসেনি ৷

আরও পড়ুন:অমানবিক! মৃত সদ্যোজাতকে আবর্জনার সঙ্গে পুড়িয়ে দিলেন স্বাস্থ্যকর্মীরা

স্থানীয় এক ব্যবসায়ী অনিলকুমার সাহা বলেন, "আজ সকালে দোকান খুলতে গিয়ে দেখি একটি সদ্যোজাত শিশুকন্যার দেহ পড়ে রয়েছে ৷ স্থানীয় মানুষ ভিড় করেছেন ৷ শহরের মধ্যে কীভাবে সদ্যোজাত শিশুর দেহ এখানে ফেলে যাওয়া হচ্ছে? প্রশাসনের বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা উচিৎ ৷"
পাশের নার্সিংহোমে কর্মরত এক মহিলা কাজল বড়ুয়া বলেন, "সকালে ডিউটিতে এসে জানতে পারলাম এই এলাকায় নাকি সদ্যোজাত শিশুকন্যার দেহ উদ্ধার হয়েছে ৷ সেই খবর পেয়েই এখানে আসি ৷ দেখি সত্যিই এখানে শিশুকন্যার দেহ পড়ে রয়েছে ৷ কে কিভাবে এখানে দেহ ফেলে গেল বা বুঝতে পারছি না ৷"

ABOUT THE AUTHOR

...view details