মালদা, 11 অগস্ট: বোর্ডই গঠন করা গেল না গাজোলের বাবুপুর গ্রাম পঞ্চায়েতে ৷ বৃহস্পতিবার রাতে পঞ্চায়েত দফতর থেকে ঘোষণা করা হয়, 10 দিনের মধ্যে সেখানে বোর্ড গঠন করা হবে ৷ পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে রণক্ষেত্রে হয়ে ওঠে এলাকা ৷ যার জেরে গতকাল রাতে মালদার পুলিশ সুপারের নেতৃত্বে পঞ্চায়েত দফতর সংলগ্ন এলাকায় চলে অভিযান ৷ সেখানে উপস্থিত মানুষজনকে ছত্রভঙ্গ করতে লাঠিও চালায় পুলিশ ৷ যদিও এ নিয়ে পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷
বৃহস্পতিবার বাবুপুর গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনের কথা ছিল ৷ কিন্তু, বোর্ড গঠনকে কেন্দ্র করে গতকাল ওই এলাকা রণক্ষেত্রের চেহারা নেয় ৷ গ্রামবাসীদের দাবি, ওই পঞ্চায়েতের 61 নম্বর বুথের জয়ী, ঝাড়খণ্ড দিশম সমর্থিত সিপিআইএম সদস্য দিপালী বেসরাকে অপহরণ করেছে তৃণমূল ৷ অপহরণ করা হয়েছে দিপালীর স্বামী বিশ্বজিৎ মুর্মু এবং তাঁদের দু’বছরের ছেলে সুব্রতকে ৷ 19 জুলাই এই ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ ৷ মেয়ে-জামাই আর নাতিকে ফিরে পেতে দিপালীর মা মংলি হেমব্রম গাজোল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন ৷ কিন্তু, অভিযোগ পুলিশ দিপালীদের উদ্ধার করতে কোনও পদক্ষেপ নেয়নি ৷ এরই মধ্যে তৃণমূলের লোকজন তাদের গোপন ডেরায় দিপালীর হাতে জোর করে দলীয় ঝান্ডা ধরিয়ে দেয় ৷ পরিবার-সহ দীপালিকে উদ্ধারের দাবিতে 31 জুলাই গাজোল থানা অবরোধ করে বিক্ষোভ দেখায় ঝাড়খণ্ড দিশম পার্টির সমর্থকরা ৷
গতকালও বোর্ড গঠন প্রক্রিয়া শুরুর কয়েক ঘণ্টা আগে বাবুপুর গ্রাম পঞ্চায়েত দফতরের সামনে হাজির হন অন্তত আড়াই হাজার গ্রামবাসী ৷ তারা প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করে ৷ তখনই জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে ৷ এতে হিতে বিপরীত হয় ৷ গ্রামবাসীদের রোষ আছড়ে পড়ে পুলিশের উপর ৷ অভিযোগ পুলিশকে লক্ষ্য করে মারমুখী হয়ে ওঠে গ্রামবাসীরা ৷