মালদা, 16 অগস্ট: ব্লক সভাপতির পদ থেকে অপসারিত হতেই স্থানীয় বিধায়ক তথা জেলা তৃণমূলের চেয়ারম্যানের বিরুদ্ধে বিস্ফোরক ফজলুল হক । তাঁর সাফ কথা, বিধায়কের প্রতিহিংসার জন্যই তাঁকে পদ থেকে সরানো হয়েছে । রাজ্য নেতৃত্বের এই সিদ্ধান্তে অনুযোগও রয়েছে তাঁর । যদিও এ নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি বিধায়ক সমর মুখোপাধ্যায় । তবে ফজলুল হকের এহেন মন্তব্যকে দলবিরোধী আখ্যা দিয়েছেন জেলা তৃণমূলের সভাপতি আবদুর রহিম বকসি (Comment on Block President Outbursts Against District TMC Chairman)।
রতুয়া 1 নম্বর ব্লকে তৃণমূলের দুই নেতার বিরোধ সর্বজনবিদিত । একদিকে সমর মুখোপাধ্যায়, অন্যদিকে ফজলুল হক । সম্প্রতি ফজলুল হককে সরিয়ে তৃণমূলের রাজ্য নেতৃত্ব ব্লক সভাপতি হিসাবে অজয় সিংহকে নিয়োগ করেছেন । এরপরেই সমরবাবুর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন ফজলুল সাহেব । তিনি বলেন, "বিধায়কের শত্রুতার জন্যই আমাকে ব্লক সভাপতি পদ থেকে সরানো হয়েছে । বরকতদা মারা যাওয়ার পর সাবিত্রী মিত্রের হাত ধরে আমি তৃণমূলে আসি । তখন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে দল করি । 2013 সালে পঞ্চায়েত নির্বাচনে সমরদার পুত্রবধূর সঙ্গে আমার স্ত্রীর লড়াই হয়েছিল । তখন থেকেই সমরদা আমাকে শত্রু ভাবেন । তখন কংগ্রেসেই ছিলেন তিনি ।"
আরও পড়ুন:দুর্নীতির অভিযোগ ঘিরে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতে গোষ্ঠীদ্বন্দ্ব