মালদা, 2 জুন: পঞ্চায়েত নির্বাচনের আগে বেশ কিছু জায়গা থেকে একাধিক বোমা উদ্ধারের ঘটনা সামনে আসতেই আতঙ্কের আবহ তৈরি হয়েছে রাজ্যে ৷ এর মধ্যে বৃহস্পতিবার রাতে বিস্ফোরণের তীব্র শব্দে কেঁপে ওঠে চাঁচল 2 নম্বর ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের জানিপুর গ্রাম ৷ খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় চাঁচল থানার পুলিশ ৷ শুক্রবার সকাল থেকেই এলাকায় বেড়েছে পুলিশি টহলদারি ৷ চলতে থাকে চিরুনি তল্লাশি ৷ ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে 22টি বোমা ৷
যে কোনও নির্বাচনে চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকা প্রশাসনের কাছে মাথাব্যাথার কারণ ৷ এই এলাকায় মাঝেমধ্যেই রাজনৈতিক ঝামেলা লেগে থাকে ৷ মুড়িমুড়কির মতো এলাকায় চলতে থাকে বোমা-গুলি ৷ বেশ কিছু সময় ধরে পুলিশি তৎপরতায় সম্প্রতি তেমন বড় কোনও গণ্ডগোল হয়নি এলাকায় ৷ কিন্তু বৃহস্পতিবার মাঝরাতে হঠাৎ তীব্র বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে জানিপুর গ্রাম ৷ ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা ৷ পরে দেখা যায়, এক গ্রামবাসীর বাড়ির পিছনে নলকূপের ধারে মজুত থাকা বোমায় বিস্ফোরণ ঘটেছে ৷ বিস্ফোরণের অভিঘাতে মাটি উপড়ে গিয়েছে ৷ ক্ষতিগ্রস্ত হয়েছে পাশে থাকা বাড়ির চালাও ৷ চারদিকে ছড়িয়ে রয়েছে সুতলি ৷