পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Job Card: 500 টাকায় মিলছে ব্ল্যাংক সরকারি জবকার্ড, চাঞ্চল্য মালদায় - চাঞ্চল্য মালদায়

500 টাকা ফেললেই হাতেগরমে সরকারি জবকার্ড (Job Card), তাও আবার ব্ল্যাংক ৷ পুলিশের দ্বারস্থ হচ্ছেন বিডিও (BDO) ৷

Blank Job Card selling at 500 rupees in Malda
Blank Job Card selling at 500 rupees in Malda

By

Published : Oct 19, 2022, 8:43 PM IST

মালদা, 19 অক্টোবর: ফেল কড়ি, মাখো তেল ৷ এই রাজ্যে সরকারি সুবিধে পেতে এই প্রবাদ গত কয়েক বছর ধরেই অভিযোগ আকারে সামনে এসেছে ৷ আরও একবার সেই অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদায় ৷

মাত্র 500 টাকা দিলেই হাতেগরমে মিলছে জবকার্ড (Job Card) ৷ তাও আবার ব্ল্যাংক ৷ হরিশ্চন্দ্রপুর-1 নং ব্লকের তুলসিহাটা গ্রাম পঞ্চায়েত এলাকায় এমন ভুরি ভুরি ব্ল্যাংক জবকার্ড ছড়িয়ে পড়েছে ৷ এ নিয়ে পঞ্চায়েত প্রধানের কাছে অভিযোগ দায়ের করেছেন একাধিক উপভোক্তা ৷ এক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানকে স্মারকলিপি জমা দিয়েছে সিপিএমের কৃষক সংগঠনও ৷ ঘটনাটি জানতে পেরে আজই পুলিশের কাছে অভিযোগ দায়ের করছেন বিডিও (Block Development Officer) ৷

তুলসিহাটা গ্রাম পঞ্চায়েত তৃণমূল পরিচালিত ৷ ওই পঞ্চায়েতেরই একাধিক বুথে টাকার বিনিময়ে মিলছে নতুন ব্ল্যাংক জবকার্ড ৷ যে জবকার্ড ব্লক প্রশাসনের ইস্যু করার কথা, সেই কার্ড কীভাবে অন্য পথে উপভোক্তাদের কাছে যাচ্ছে, অজানা সবার ৷

এ নিয়ে প্রধানের কাছে অভিযোগকারী উপভোক্তা, পশ্চিম রারিয়াল গ্রামের আইনুল হক বলেন, "দীর্ঘদিন ধরে গ্রামের পঞ্চায়েত সদস্যকে আমার জবকার্ডের জন্য আবেদন জানাচ্ছি ৷ আজ হবে, কাল হবে বলে আমায় ঘোরাচ্ছিল তিনি ৷ এদিকে একটি কাজে অঞ্চলে জবকার্ড জমা দেওয়ার প্রয়োজন পড়েছিল ৷ ফের পঞ্চায়েত সদস্যকে জবকার্ডের কথা বলি ৷ তিনি জানান, আমার জবকার্ড নাকি আসেইনি ৷ অথচ জবকার্ড আর ঘরের জন্য তাঁকে আমি টাকা দিয়েছিলাম ৷ আমি পঞ্চায়েতে গিয়ে দেখি, অনেকেই নতুন জবকার্ড নিয়ে সেখানে দাঁড়িয়ে রয়েছে ৷ খোঁজখবর নিয়ে জানতে পারি, 500 টাকা দিলেই নতুন জবকার্ড পাওয়া যাবে (Job Card selling at 500 rupees) ৷ আমি গাগা নামে একটি ছেলেকে 500 টাকা দিই ৷ কিছুক্ষণের মধ্যেই সে আমাকে নতুন জবকার্ড এনে দেয় ৷ তবে তিনি কোথা থেকে সেই কার্ড আনল, তা জানি না ৷ কিন্তু টাকার বিনিময়ে জবকার্ড বিক্রির বিষয়টি আমি সমর্থন করতে পারিনি ৷ তাই প্রধানের কাছে লিখিত অভিযোগ জানিয়েছি ৷"

পশ্চিম রারিয়াল গ্রামের তৃণমূল পঞ্চায়েত সদস্য প্রকাশকুমার দাস বলেন, "আমাদের অঞ্চলে জবকার্ড নেই ৷ এলাকার মানুষ আমার কাছে জবকার্ড চাইতে এলে আমি তাদের প্রধানের সঙ্গে দেখা করতে বলি ৷ কোথায় থেকে কীভাবে ব্যাংক জবকার্ড মানুষের হাতে পৌঁছচ্ছে, আমি জানি না ৷ যারা এই কার্ড দিচ্ছে আর যারা নিচ্ছে, তারাই এ ব্যাপারে বলতে পারবে ৷"

500 টাকায় মিলছে ব্ল্যাংক সরকারি জবকার্ড

তুলসিহাটা পঞ্চায়েতের প্রধান শকুন্তলা সিংহ হলেও সমস্ত কাজকর্ম চালান তাঁর স্বামী রামপ্রসাদ সিংহ ৷ তিনি বলেন, "কে এই জবকার্ড বিক্রি করছে, সে কোথায় থেকে এই কার্ড পেল, তা আমরাও জানতে চাই ৷ এই চক্রকে আমরা ধরতে চাই ৷ এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ৷ তবে এরা অন্য অঞ্চল থেকেও এই জবকার্ড নিয়ে আসতে পারে ৷"

আরও পড়ুন:টাকা দিয়ে ভোট কিনি, রাস্তা-জল-আলোর প্রশ্নে গ্রামবাসীদের উত্তর রাজনীতির কারবারিদের

এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর-1 ব্লকের বিডিও অনির্বাণ বসু বলেন, "গতকাল আমি এই অভিযোগ পেয়েছি ৷ অত্যন্ত গুরুতর অভিযোগ ৷ এ নিয়ে আজই হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হচ্ছে ৷"

ABOUT THE AUTHOR

...view details