মালদা, 22 অগাস্ট : BJP যুব মোর্চার চাপে পড়ে মিছিলের অনুমতি দিল পুলিশ ৷ জম্মু ও কাশ্মীরে 370 ও 35এ ধারা প্রত্যাহারের সমর্থনে আজ BJP-র যুব মোর্চার পক্ষ থেকে শহরে একটি বাইক মিছিলের আয়োজন করা হয় ৷ সেই মিছিলের অনুমতি না থাকায় সকাল 9টা নাগাদ নেতাজি মোড়ের কাছে মিছিল আটকে দেয় পুলিশ ৷ মিছিল করার সিদ্ধান্তে অনড় জেলা BJP সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল ও উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু ৷ সেখানেই অবস্থানে বসেন যুব মোর্চার নেতাকর্মীরা ৷ ফলে যানজট তৈরি হয় ৷ বাধ্য হয়ে পুলিশ BJP-র নেতা-কর্মীদের পায়ে হেঁটে মিছিল করার অনুমতি দিলে পরিস্থিতি স্বাভাবিক হয় ৷
যুব মোর্চার মিছিল ঘিরে আজ সকাল থেকেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল নেতাজি মোড় চত্বর ৷ উপস্থিত ছিলেন DSP (হেড কোয়ার্টার) বিপুল মজুমদার, ইংরেজবাজার থানার IC শান্তনু মৈত্রসহ একাধিক কর্তা ৷ নেতাজি মোড়ে যুবমোর্চার মিছিল পৌঁছাতেই আটকে দেয় পুলিশ ৷ BJP কর্মীরা রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ সকাল সাড়ে 10টা নাগাদ BJP কর্মীদের অবস্থানের জেরে নেতাজি মোড় অবরুদ্ধ হওয়ায় তীব্র যানজট হয় ৷ জেলা BJP-র সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল বলেন, "আমাদের এই কর্মসূচিতে স্কুল-কলেজের পড়ুয়া-শিক্ষক কিংবা অফিসকর্মীদের যাতে কোনও সমস্যা না হয়, সেজন্য সকালে মিছিল করার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ গতকাল মিছিলের অনুমতি নিতে জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক শুভঙ্কর চম্পটি ইংরেজবাজার থানার IC শান্তনু মৈত্রের কাছে লিখিত আবেদনপত্র জমা দিতে যান ৷ আমরা যাতে নিজেদের কর্মসূচি পালন করতে না পারি সেজন্য IC মিছিলের অনুমতি দেননি ৷"