পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মালদায় TMC-তে যোগ একাধিক BJP নেতার

দল পরিত্যাগ করে TMC-এ যোগ দিল BJP-র বুথস্তরের বেশ কয়েকজন নেতৃত্ব ৷ জেলা BJP সংগঠনের অভিযোগ, আর্থিক লোভ দেখিয়ে BJP কর্মীসমর্থকদের তৃণমূল দলে টেনেছে তৃণমূল ৷

BJP workers joined into TMC
TMC-তে যোগ মালদার আদিবাসী সেলের BJP নেতৃত্বদের

By

Published : Aug 9, 2020, 4:53 PM IST

Updated : Aug 9, 2020, 5:39 PM IST

মালদা, 9 অগাস্ট : BJP-র যুব মোর্চা-সহ আদিবাসী সেলের কয়েকজন নেতৃত্ব তৃণমূলে যোগ দিল ৷ আজ দুপুরে মালদা জেলার বৃন্দাবনী ময়দান সংলগ্ন মুক্ত মঞ্চে আনুষ্ঠানিকভাবে দল পরিবর্তন হয় ৷ তৃণমূলের সভাপতি প্রসেনজিত দাস BJP নেতৃত্বদের হাতে দলীয় পতাকা তুলে দেন ৷

এবিষয়ে প্রসেনজিত দাস বলেন, "যুব মোর্চার কয়েকজন সদস্য মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূলে যোগদান করেছেন ৷ কোরোনা আবহে শুধুমাত্র গাজোল ও হরিশ্চন্দ্রপুর ব্লকের নেতৃত্বদের হাতে পতাকা তুলে দেওয়া হয়েছে ৷ আজ বুথস্তরের নেতৃত্বদের হাতে পতাকা তুলে দেওয়া হয়েছে ৷ পরে নিজ নিজ এলাকায় কর্মী সমর্থকদের হাতে পতাকা তুলে দেবেন ৷ গত লোকসভা নির্বাচনেও BJP-র হয়ে কাজ করেছিলেন ওনারা ৷ কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে BJP-র আসল রূপ বুঝতে পেরে তৃণমূলে যোগদান করেছে ৷"

অন্যদিকে জেলা BJP-র সভাপতি শিবশঙ্কর পোদ্দার বলেন, "আর্থিক লোভ দেখান হয়েছে ৷ ওরা থাকলে আমাদের দলে সমস্যা হত ৷ ওদের চলে যাওয়াতে আমাদের সংগঠনের উপর কোনও প্রভাব পড়বে না ৷"

Last Updated : Aug 9, 2020, 5:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details