মালদা, 4 মে : বন্দুক নিয়ে তৃণমূল কর্মীকে শাসানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারে ৷
মালদার ইংরেজবাজারে তেলিপুকুর এলাকায় বিজেপির কর্মীরা এক তৃণমূল কর্মীর দোকানে বন্দুক ও বোমা নিয়ে চড়াও হয় বলে অভিযোগ ৷ এরপর তাঁকে শাসানো হয় বলেও অভিযোগ ৷ এছাড়া পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন ওই তৃণমূল কর্মী ৷ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা ৷ এবিষয়ে তৃণমূল কর্মী রাজা রায় বলেন, “আমি তৃণমূল করি ৷ ইংরেজবাজারে বিজেপি জয় পেয়েছে ৷ আজ বিজেপি কর্মীরা বোমা-বন্দুক নিয়ে আমার দোকানে আসে ৷ আমাকে ওরা বলে এখন থেকে আমাদের সঙ্গে থাকতে হবে ৷ ঘটনাস্থল পুলিশ এলেও পুলিশ ওদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি ৷"