পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মালদায় BJP-র প্রচারে বাধা, অভিযুক্ত তৃণমূল

BJP-র প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আজ এই অভিযোগ করলেন দক্ষিণ মালদা কেন্দ্রের BJP প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরি। এই ঘটনা নিয়ে তাঁরা আজ নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন বলে জানান শ্রীরূপা।

শ্রীরূপা মিত্র চৌধুরি

By

Published : Apr 16, 2019, 5:37 PM IST

Updated : Apr 16, 2019, 6:04 PM IST

মালদা, ১৬ এপ্রিল : BJP-র প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। মালদা শহর লাগোয়া ইংরেজবাজার থানার খোয়ার মোড় এলাকার ঘটনা। আজ সকাল সাড়ে ১০টা নাগাদ বাগবাড়ি খোয়ার মোড় এলাকায় প্রচার করতে যান দক্ষিণ মালদা কেন্দ্রের BJP প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরি। সেইসময় তৃণমূলের কয়েকজন কর্মী তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ। বিষয়টি নিয়ে আজ নির্বাচন কমিশনে অভিযোগ জানাবে বলে জানান শ্রীরূপা।

ভিডিয়োয় শুনুন শ্রীরূপা মিত্র চৌধুরির বক্তব্য

শ্রীরূপা বলেন, " আমরা খোয়ার মোড়ে প্রচারে যাই। সেখানে কয়েকজন তৃণমূলের কর্মী আমাদের কনভয় ও পদযাত্রা আটকে দেয়। এরপর তারা আমাদের উপর হামলা চালায়।ওই এলাকার আমাদের যুব মোর্চার সভাপতি প্রদীপ মণ্ডল, মহিলা মোর্চা ও যুব মোর্চার কর্মী সুতপা ও মণ্ডল সভাপতি উত্তমদার উপর হামলা চালানো হয়। বাবর শেখ ও সাবির শেখের নেতৃত্বে এই হামলার করা হয়। ঘটনার পর আমারা ইংরেজবাজার থানায় ফোন করি। পুলিশ ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর আমরা সেখানের সংখ্যালঘু বস্তিতে যাই। সেখানকার মহিলারা আমাদের বলেন, " এখানে রাস্তা নেই, জলের ব্যবস্থা নেই। কিন্তু, এরা কোনও নেতাকে এলাকায় ঢুকতে দেয় না। কারণ, এরা কোনও নেতাকে আমাদের প্রতিবাদ দেখাতে দিতে চায় না। বাবর ও সাবির সেখানকার তৃণমূল মহিলা পঞ্চায়েত সদস্যাদের আত্মীয়।"

শ্রীরূপা আরও বলেন, " থানা থেকে ঘটনাস্থানের দূরত্ব সামান্য হলেও ৪৫ মিনিট পর পুলিশ সেখানে পৌঁছোয়। আমি ইংরেজবাজার থানায় এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছি। সেখানকার তৃণমূলের হার্মাদরা আজ আমাদের পরিষ্কার জানিয়ে দিয়েছে, সেখানে তারা ভোট করতে দেবে না। আমার সন্দেহ, ভোটে এই এলাকায় রিগিং হবে। ভোটকেন্দ্র লুট হবে। গোটা ঘটনা নিয়ে আমরা নির্বাচন কমিশন নিযুক্ত অবজ়ারভারকেও অভিযোগ জানাব।"

যদিও, এই ঘটনা গ্রামবাসীদের ক্ষোভ বলে মন্তব্য করেছেন জেলা তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত সভাপতি দুলাল সরকার। তিনি বলেন, " আজ খোয়ার মোড় এলাকায় গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়েন BJP প্রার্থী। গ্রামবাসীরা তাঁদের কাছে জানতে চান, এলাকার সুখে দুঃখে তাঁদের দেখা যায় না কেন? গ্রামবাসীদের প্রশ্নের জবাব দিতে না পেরেই BJP তৃণমূলের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনছে। "

Last Updated : Apr 16, 2019, 6:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details