মালদা, 19 নভেম্বর: বেহাল রাস্তায় খাটিয়ায় চাপিয়ে হাসপাতাল নিয়ে যাওয়ার পথে মালদায় মৃত্যু হয় এক বধূর ৷ সেই ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি ৷ রবিবার মৃতের বাড়িতে গিয়ে রাজ্য সরকার এবং প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন এলাকার বিজেপি সাংসদ খগেন মুর্মু ৷ তিনি বলেন, "যা ভাবা হয়েছিল, সেটাই ঘটল ৷" ওই রাস্তা সংস্কারে তিনি নিজের সাংসদ কোটার 13 লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন এ দিন ৷ সাংসদ জানান, যেদিন রাস্তার কাজ শুরু হবে, গ্রামবাসীদের সঙ্গে তিনি নিজেও ডালি-কোদাল নিয়ে সেই কাজে হাত লাগাবেন ৷ যদিও সাংসদের এই বক্তব্যের এখনও কোনও প্রতিক্রিয়া তৃণমূলের তরফে পাওয়া যায়নি ৷
বামনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর গ্রাম পঞ্চায়েতের মালডাঙা গ্রামের বাসিন্দা ছিলেন 19 বছরের মামনি রায় ৷ বৃহস্পতিবার থেকে জ্বরে ভুগছিলেন তিনি ৷ শুক্রবার দুপুরে তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি ঘটে ৷ তাঁকে হাসপাতাল নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন স্বামী কার্তিক রায়-সহ পরিবারের লোকজন ৷ কিন্তু বেহাল রাস্তার জন্য গ্রামে কোনও গাড়ি ঢোকে না ৷ স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কার্তিক এক টোটোচালককে ফোন করেন ৷ কিন্তু খারাপ রাস্তার জন্য ওই টোটোচালকও গ্রামে আসতে পারবেন না বলে জানিয়ে দেন ৷ অগত্যা মামনিকে খাটিয়ায় চাপিয়ে প্রায় পাঁচ কিলোমিটার দূরে বামনগোলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ যদিও তাতে কাজ হয়নি ৷ রাস্তাতেই মারা যান মামনি ৷
এই ঘটনার ভিডিয়ো ক্লিপ সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই টনক নড়ে সবার ৷ রাজ্য সরকারের পথশ্রীর যুগেও যে এমন ঘটনা ঘটতে পারে, তা ভাবতে পারেননি কেউ ৷ রবিবার স্থানীয় বিধায়ক জয়েল মুর্মুকে সঙ্গে নিয়ে মামনির বাড়িতে গিয়ে তাঁর পরিবারকে সমবেদনা জানান সাংসদ খগেন মুর্মু ৷ রাস্তার বিষয় নিয়ে বিডিওর সঙ্গে কথা বলেন তিনি ৷