পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মালদার টোটো দুর্ঘটনাকে বোমা বিস্ফোরণ বলে মন্তব্য BJP সাংসদের - মালদার টোটো বিস্ফোরণ প্রসঙ্গে বিজেপি সাংসদ

মালদায় টোটো বিস্ফোরণের এই ঘটনায় পুলিশ জানিয়েছিল, ব্যাটারি ফেটে এই ঘটনা ঘটেছে ৷ কিন্তু তা মানতে রাজি নন উত্তর মালদার BJP সাংসদ খগেন মুর্মু ৷ তাঁর মতে, মালদার এই টোটো দুর্ঘটনা বোমা বিস্ফোরণ ছাড়া কিছুই নয় ৷

Khagen Murmu visit Malda
মালদা পরিদর্শনে খগেন মুর্মু

By

Published : Jul 2, 2020, 7:50 PM IST

Updated : Jul 2, 2020, 11:15 PM IST

মালদা, 2 জুলাই : টোটোতে হঠাৎ বিস্ফোরণ ৷ তাতে ছিন্নভিন্ন হয়ে যায় চালকের দেহ ৷ গতকাল মালদায় টোটো বিস্ফোরণের এই ঘটনায় পুলিশ জানিয়েছিল, ব্যাটারি ফেটে এই ঘটনা ঘটেছে ৷ কিন্তু তা মানতে রাজি নন উত্তর মালদার BJP সাংসদ খগেন মুর্মু ৷ তাঁর মতে, মালদার এই টোটো দুর্ঘটনা বোমা বিস্ফোরণ ছাড়া কিছুই নয় ৷

গতকাল বিকেলে ঘোড়াপীড় সংলগ্ন এলাকায় বিকট আওয়াজ শুনতে পায় স্থানীয়রা ৷ আওয়াজের ভয়াবহতায় সকলে ছুটে আসেন ৷ দেখেন, পড়ে রয়েছে টোটোর ধ্বংসাবশেষ ৷ আর তার চারপাশে রক্ত ৷ টোটোর সামনেই পড়ে রয়েছে চালকের একটা হাতের অর্ধেকটা ৷ আর একটা হাত ঝুলছে একটি বাড়ির জানলায় ৷ নাড়িভুড়িও সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ৷ পাশাপাশি একাধিক বাড়িও ক্ষতিগ্রস্ত হয় ৷ সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেয় স্থানীয়রা ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷ ঘটনাস্থানে আসেন পুলিশ সুপার অলোক রাজোরিয়া-সহ ইংরেজবাজার থানার IC ও অন্যান্য পুলিশ আধিকারিকরাও ৷

পুলিশ ঘটনাস্থান খতিয়ে দেখে ৷ পাশাপাশি টোটোটিকেও পরীক্ষা করা হয় ৷ তারপর জেলার পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, টোটোর চারটি ব্যাটারি ৷ তার মধ্যে দুটি ব্যাটারি ফেটে গিয়ে বিস্ফোরণ হয়েছে ৷ যদিও পুলিশের এই অনুমানে সহমত নন স্থানীয়দের একাংশ ৷ আর আজ BJP সাংসদ খগেন মুর্মুও পুলিশের সঙ্গে সহমত জানাননি ৷

মালদার টোটো বিস্ফোরণ প্রসঙ্গে বিজেপি সাংসদ

আজ ঘটনাস্থান পরিদর্শন করতে এসেছিলেন খগেন মুর্মু ৷ তখন তিনি সাংবাদিকদের সামনে বলেন, "বোমা বিস্ফোরণ ছাড়া এতো বড় দুর্ঘটনা হতে পারে না ৷ একটা টোটো ছিন্নভিন্ন হয়ে গেছে ৷ বাড়িঘরগুলো ধ্বংস হয়ে গেছে ৷ তাই এটা নিশ্চিতভাবে বলা যেতে পারে, এখানে মারাত্মক কিছু একটা ছিল যার কারণে এতো বড় ঘটনা ঘটেছে ৷ এখন তো পশ্চিমবঙ্গে শিল্প মানেই বোমা ৷ " সাংসদের এই মন্তব্যের পর অনেকের মনেই এখন এই টোটো বিস্ফোরণ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে ৷ এই ঘটনায় NIA তদন্তের দাবি করেছেন BJP-র রাজ্য সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় ৷ ইতিমধ্যে এই ঘটনার তদন্তে জেলায় কলকাতা থেকে ফরেন্সিক টিম এসেছে ৷ তবে, এই সব নিয়ে এখনই কোনও মন্তব্য করতে রাজি হননি পুলিশ সুপার অলোক রাজোরিয়া ৷

অন্যদিকে এই টোটো বিস্ফোরণে মৃত চালকের পরিচয় জানতে পেরেছে পুলিশ ৷ তাঁর নাম ইলিয়াস শেখ ৷ তিনি সুজাপুরের বাসিন্দা ৷ দেহ ছিন্নভিন্ন হয়ে যাওয়ায় গতকাল তাঁর পরিচয় জানা সম্ভব হয়নি পুলিশের পক্ষে ৷ তবে, পরে পুলিশ সমস্ত দিক তদন্ত করে চালকের পরিচয় জানতে সক্ষম হয় ৷

Last Updated : Jul 2, 2020, 11:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details