পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

করোনা আক্রান্ত খগেন মুর্মু, সংক্রমিত ইংরেজবাজারের বিজেপি প্রার্থীও - সংক্রমিত ইংরেজবাজারের বিজেপি প্রার্থীও

বিজেপির তরফে জানানো হয়, যেহেতু পুরাতন মালদায় নির্বাচনী সভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (যা বাতিল হয়েছে) ৷ সেই কারণেই যাঁরা মঞ্চে থাকবেন, তাঁদের 72 ঘণ্টা আগে করোনা পরীক্ষা করানো হয় ৷ এরপরই জানা যায় খগেন মুর্মু ও শ্রীরূপা মিত্র চৌধুরীর করোনা আক্রান্ত ।

bjp-mp-khagen-murmu-and-bjp-candidate-engrejbazar-tasted-corona-positive
bjp-mp-khagen-murmu-and-bjp-candidate-engrejbazar-tasted-corona-positive

By

Published : Apr 23, 2021, 8:04 AM IST

মালদা, 23 এপ্রিল : করোনা আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু । আপাতত নিভৃতাবাসে রয়েছেন তিনি । করোনা ধরা পড়েছে মালদার ইংরেজবাজার বিধানসভার বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীরও । তবে গতকাল তাঁদের করোনা আক্রান্ত হওয়া নিয়ে শুরুতে বিভ্রান্তি ছড়ায় মালদা শহরে ৷ যেহেতু জেলা স্বাস্থ্য দফতরের করোনা পজ়িটিভ তালিকায় দুই বিজেপি নেতার নাম ছিল না ৷ পরে বিজেপি সূত্রে খবর মেলে, খগেন ও শ্রীরূপার করোনা আক্রান্ত হওয়ার খবর সঠিক ৷

বিজেপির তরফে জানানো হয়, যেহেতু পুরাতন মালদায় নির্বাচনী সভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (যা বাতিল হয়েছে) ৷ সেই কারণেই যাঁরা মঞ্চে থাকবেন, তাঁদের 72 ঘণ্টা আগে করোনা পরীক্ষা করানো হয় ৷ এরপরই জানা যায় উত্তর মালদহ লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মু করোনা আক্রান্ত ৷ করোনা আক্রান্ত ইংরেজবাজার বিধানসভার বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীরও । এর মধ্যে শ্রীরূপা রীতিমতো অসুস্থ ৷ গতকাল তাঁর প্রবল শ্বাসকষ্ট হওয়ায় তাঁকে শহরের একটি নার্সিংহোমে ভর্তি করা হয় ৷ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় রেফার করা হয়েছে ৷ ইতিমধ্যে তিনি কলকাতার উদ্দেশে রওনা দিয়েছেন ৷

আরও পড়ুন: সস্ত্রীক কৌশিক সেন করোনায় আক্রান্ত

তবে নিজের বাড়িতে নিভৃতবাসে রয়েছেন সাংসদ খগেন মুর্মু ৷ তাঁর শরীরে কোনও উপসর্গ নেই ৷ বৃহস্পতিবার তিনি জানান, “প্রধানমন্ত্রীর সভামঞ্চে থাকার জন্য আমাদের কয়েকজনকে লালারস পরীক্ষা করাতে হয় ৷ পরীক্ষায় আমার ও ইংরেজবাজার কেন্দ্রের প্রার্থীর পজ়িটিভ রিপোর্ট এসেছে ৷ আমি আপাতত হোম কোয়ারানটিনে আছি ৷”

ABOUT THE AUTHOR

...view details