বিজেপির সঙ্গে হাত মিলিয়েছিল তৃণমূলই, মন্তব্য দিলীপ ঘোষের মালদা, 3 জুলাই: “অধীর চৌধুরী কিংবা আবু হাসেম খান চৌধুরী আবার কবে বিজেপির সঙ্গে হাত মেলালেন ! বরং তৃণমূলই বিজেপির সঙ্গে হাত মিলিয়েছিল”, সোমবার এই ভাষায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জবাব দিলেন বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷
রবিবার মালদার সুজাপুরে নির্বাচনী প্রচার সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী ও কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরীকে বিজেপির এজেন্ট তকমা দিয়েছেন অভিষেক ৷ তার প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপির জাতীয় সহ-সভাপতি বলেন, “অধীর চৌধুরী কিংবা আবু হাসেম খান চৌধুরী আবার কবে বিজেপির সঙ্গে হাত মেলালেন ! বরং তৃণমূলই বিজেপির সঙ্গে হাত মিলিয়েছিল ৷’’
বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের বক্তব্য তিনি আরও বলেন, ‘‘তৃণমূল পুরোপুরি এজেন্ট ৷ শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য এসব করছে ৷ পটনায় গিয়ে একসঙ্গে চা-লিট্টি খাচ্ছেন, আর এখানে কুস্তি করছেন, এসব লোকে বুঝে ফেলেছে ৷ তাই অন্যকে সার্টিফিকেট দেওয়ার প্রয়োজন নেই ৷ মানুষ অভিষেকদের আসল চরিত্র বুঝে ফেলেছে ৷ এই পঞ্চায়েত থেকেই মানুষ জবাব দেওয়া শুরু করবে ৷”
আরও পড়ুন:শহিদ দিবসের মঞ্চে হবে পঞ্চায়েতের বিজয়োৎসব, মালদায় ঘোষণা অভিষেকের
সম্প্রতি পুরুলিয়ায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সভাস্থলের কাছ থেকে তলোয়ার উদ্ধার হয়েছিল ৷ অভিষেক দাবি করেছিলেন, তাঁকে হত্যা করার উদ্দেশ্যেই সেখানে তলোয়ার নিয়ে আসা হয়েছিল ৷ এ দিন সেই নিয়েও প্রতিক্রিয়া দিয়েছেন দিলীপ ঘোষ ৷ তিনি বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এসব নাটকবাজি কোনও কাজে আসবে না ৷ উনি জঙ্গলমহলে গিয়েছিলেন ৷ কেউ পাত্তা দেয়নি ৷ তখনও তাঁকে নাকি হত্যা করার চেষ্টা হয়েছিল ৷ উনি কোন হরিদাস পাল ! এভাবে চালাকি করে নেতা হওয়া যায় না ৷ নেতা হতে গেলে মানুষের জন্য কাজ করতে হয় ৷ লড়াই করতে হয় ৷ মানুষ তাঁকে প্রত্যাখ্যান করছে ৷ আর উনি নাটক করে নেতা হওয়ার চেষ্টা করছেন ৷”
মালদায় ভোট প্রচারে বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ কয়েকদিন আগে সামশেরগঞ্জের বিধায়কের উপর হামলার অভিযোগ উঠেছিল ৷ সেই প্রসঙ্গে দিলীপ বলেন, “তৃণমূল চাইছে, মানুষ যাতে ভোট দিতে না আসে ৷ বুথের ভিতর লুটপাট চালাতে এখন কেন্দ্রীয় বাহিনীকে বাইরে রাখার চক্রান্ত চলছে ৷ ওরা বুঝে ফেলেছে অবাধ আর শান্তিপূর্ণ নির্বাচন হলে তৃণমূল জিততে পারবে না ৷ তাই খুন, জখম, ভয় দেখানো ভোট গণনার সময় পর্যন্ত চলতে থাকবে ৷ একমাত্র তৃণমূল ক্ষমতা থেকে বিদায় নিলেই এই রাজ্যে হিংসার রাজনীতি দূর হবে ৷”
প্রসঙ্গত, বিজেপি প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচারে সোমবার মালদায় আসেন দিলীপ ঘোষ ৷ জেলার একাধিক জায়গায় সভা ও রোড শো করার কথা রয়েছে তাঁর ৷ তবে গতকাল রাত থেকে টানা বৃষ্টি তাঁর প্রচারে বাধা হয়ে দাঁড়িয়েছে ৷ অবিরাম বৃষ্টি এখনও থামেনি ৷ তাই সকালে পুরাতন মালদায় রোড শো করার কথা থাকলেও সেই কর্মসূচি স্থগিত করা হয়েছে ৷
আরও পড়ুন:ছাপ্পার জন্য তৃণমূল অতিরিক্ত ব্যালট ছাপিয়েছে, দাবি দিলীপের
শুধুমাত্র সাহাপুর গ্রাম পঞ্চায়েতের ছাতিয়ান মোড়ে এক বাড়িতে চায়ে পে চর্চায় অংশ নেন তিনি ৷ পরিচিত হন দলীয় প্রার্থীদের সঙ্গে ৷ বিরূপ আবহাওয়ায় তিনি যে বিরক্ত, তার প্রমাণও পাওয়া গিয়েছে ৷ নির্দিষ্ট সময়ের ঘণ্টা দুয়েক বাদে এসে সামান্য কিছু সময় কাটিয়েই তিনি সাহাপুর থেকে বেরিয়ে যান ৷