মালদা, 25 জানুয়ারি:পরীক্ষার আগে পড়ুয়াদের মন থেকে ভয় দূর করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) উদ্য়োগেই শুরু হয়েছে 'পরীক্ষা পে চর্চা' কর্মসূচি ৷ দেশের প্রতিটি রাজ্যে এই কর্মসূচি পালন করছেন তাঁর তথা কেন্দ্রের প্রতিনিধিরা ৷ তাঁরা স্কুলে স্কুলে গিয়ে পড়ুয়াদের সঙ্গে কথা বলছেন ৷ শুধুমাত্র পরীক্ষার ভয় নয়, একইসঙ্গে মানসিক ভার লাঘব করারও দাওয়াই দিচ্ছেন পরীক্ষা নিয়ে চর্চা করতে আসা জনপ্রতিনিধিরা ৷ তাঁদের উদ্যোগেই করা হচ্ছে নানা আয়োজন ৷ সেই আয়োজনের আওতায় পরীক্ষার্থীরা অঙ্কন প্রতিযোগিতায় বসছে ৷ এই ধরনের কাজে পরীক্ষার্থীদের মানসিক দৃঢ়তা বাড়বে বলে মনে করছেন উদ্যক্তারা ৷ বুধবার মালদার (Malda) ইংরেজবাজারের লক্ষ্মীপুরের কেন্দ্রীয় বিদ্যালয়ে এই কর্মসূচি পালন করেন স্থানীয় বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী (Sreerupa Mitra Chaudhury attends Pariksha Pe Charcha) ৷
এদিন সকাল 10টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল ৷ তবে, পরীক্ষার্থীরা হাজির হয়ে যায় নির্ধারিত সেই সময়ের বহু আগে ৷ উল্লেখ্য, এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রীরা সিবিএসই পাঠক্রমের অধীনস্ত নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়া ৷ একমাস পরই তাদের পরীক্ষা ৷ অনুষ্ঠানে যোগ দিতে এলেও তাদের মুখে উৎকণ্ঠার ছাপ ছিল স্পষ্ট ৷ সেই গুমোট কাটাতে অনুষ্ঠান মঞ্চে শুরু করা হয় রাজস্থানি নাচ ৷ পরে পড়ুয়াদের সঙ্গে সরাসরি কথা বলেন বিধায়ক ৷ দেন ছাত্রছাত্রীদের হাজারো প্রশ্নের উত্তর ৷ আর নানা বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে বারবার বিধায়কের মুখে উঠে আসেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ৷