মালদা, 4 জানুয়ারি : মালদায় বিজেপির মণ্ডল সভাপতিকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ৷ আক্রান্ত মণ্ডল সভাপতির নাম সাদেক আলি । তিনি বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিসাধীন রয়েছেন ৷ তবে এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশে কোনও অভিযোগ দায়ের করা হয়নি ৷
মালতিপুর বিধানসভার কুমারগঞ্জ এলাকার 18 নম্বর এলাকার মণ্ডল সভাপতি ৷ বাড়ি পুখুরিয়া থানার কুমারগঞ্জ এলাকায় ৷ গতকাল রাতে দলীয় কর্মসূচি সেরে দুলাল নামে এক সহকর্মীকে নিয়ে ছোটো গাড়ি করে বাড়ি ফিরছিলেন বছর আটত্রিশের সাদেক ৷ অভিযোগ, সেই সময় তৃণমূলের কর্মীরা বন্দুক নিয়ে তাঁর গাড়ির দিকে এগোতে থাকে ৷ পরিস্থিতি বুঝতে পেরে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেন সাদেক সাহেবরা ৷ তৃণমূলের কর্মীরা এলোপাথাড়ি গুলি চালাতে থাকে বলে অভিযোগ ৷ একটি গুলি লাগে সাদেক সাহেবের বাঁ হাতে ৷ তড়িঘড়ি তাঁকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয় ৷ বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন ৷
সাদেক সাহেব বলেন, “গতকাল রাতে বাড়ি ফেরার সময় বরাইল গ্রাম সংলগ্ন এলাকায় রাস্তা আটকে রাখা ছিল ৷ সেই সময় আমাদের গাড়ি নিয়ে দাঁড়াতে হয় ৷ হঠাৎ দেখি চারজন তৃণমূল কর্মী হাতে বন্দুক নিয়ে গাড়ির দিকে এগিয়ে আসছে ৷ তড়িঘড়ি সহকর্মী দুলাল ওই এলাকা থেকে গাড়ি বের করার চেষ্টা করে ৷ সেই সময় অসীম, মহব্বত সহ আরও দু'জন গুলি চালাতে শুরু করে ৷ একটি গুলি আমার বাঁ হাতে লাগে ৷ রাতেই দুলালদা আমাকে মালদা মেডিকেলে ভরতি করে ৷ এরা সকলেই তৃণমূলের কর্মী ৷ তৃণমূলের প্রধানের ছেলে অসীম ৷ শুধুমাত্র রাজনীতির জন্যই আমার উপরে হামলা চালানো হয়েছে ৷”