মালদা, 15 জুন : 2021 বিধানসভা নির্বাচনে আগে ফের NRC-কে অন্যতম ইশু করে তুলতে চাইছে BJP ৷ টের পাওয়া গেল সোমবার৷ এইসঙ্গে কোরোনা মোকাবিলায় রাজ্যের ভূমিকা তথা পরিযায়ী শ্রমিক প্রসঙ্গও উঠে এল৷ আজ সাংবাদিক বৈঠক করলেন BJP-র রাজ্য সহ সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরি৷ জেলার সদর দপ্তর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভবনে সাংবাদিক বৈঠক করেন তিনি৷ যেখানে উপস্থিত ছিলেন দলীয় সাংসদ খগেন মুর্মু, দলের জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল সহ জেলা নেতৃত্ব৷ সেখানেই একাধিক বিষয়ে রাজ্য সরকার তথা শাসকদলের সমালোচনা করেন বিশ্বপ্রিয় রায়চৌধুরি৷ বাংলার মানুষ কেন্দ্রীয় বহু প্রকল্পের সুবিধা পাচ্ছেন না বলেও অভিযোগ করেন তিনি৷
বিশ্বপ্রিয়বাবু বলেন, "সম্প্রতি অমিত শাহ ভার্চুয়াল সভা করেছিলেন, সেদিন এই রাজ্যের মানুষ তাঁর ভাষণ শুনেছেন৷ আমি পশ্চিমবঙ্গের মাননীয়াকে প্রশ্ন করতে চাই, কেন্দ্রীয় সরকার কৃষকদের জন্য 6 হাজার টাকা ও লকডাউনে তাঁদের প্রত্যেকের জন্য আরও 2 হাজার টাকা দিচ্ছে৷ সমস্ত রাজ্যের কৃষকরা সেই সুবিধে পেয়েছেন৷ শুধু এই রাজ্যের 76 হাজার কৃষক কেন্দ্রের সুবিধে পাননি৷ দিদি বলছেন, তিনি কিষাণ সাথী প্রকল্প করেছেন৷ ভালো কথা৷ কিন্তু, কৃষকরা যদি এইসঙ্গে কেন্দ্রীয় সরকারের থেকে অতিরিক্ত সুবিধে পান, তাহলে ক্ষতিটা কোথায়?"
বিশ্বপ্রিয় রায়চৌধুরি জানান, কেন্দ্রীয় সরকার যেভাবে পরিযায়ী শ্রমিকদের জন্য পোর্টাল তৈরি করেছে, তেমনভাবেই কৃষকদের জন্যও পোর্টাল তৈরি করার চেষ্টা চলছে৷
তিনি বলেন, "দিদি এই রাজ্যে আয়ুষ্মান ভারত চালু করেননি৷ স্বাস্থ্যসাথী চালু করেছেন৷ কিন্তু, স্বাস্থ্যসাথীর কার্ড দেশের অন্যান্য রাজ্যে কাজে দেবে না৷ মানুষ অন্য কোথাও ওই কার্ড দেখিয়ে চিকিৎসা করাতে পারবে না৷ আর এই কার্ডের আওতায় রাজ্যে মাত্র একটি নামী নার্সিংহোম রয়েছে৷"
BJP-র রাজ্য সহ সভাপতির কটাক্ষ, "দিদির নিজেরই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় আস্থা নেই৷ ভাইপোর দুর্ঘটনার সময় তিনি তাঁকে হায়দরাবাদ ও দিল্লিতে চিকিৎসা করাতে নিয়ে যান ৷"
রাজ্যকে দেওয়া কেন্দ্রের টাকা মানুষের কাছে পৌঁছাচ্ছে না বলে অভিযোগ করেন BJP নেতা৷ তাঁর কথায় সেই টাকা লুট হচ্ছে৷ সোমবার কাটমানি প্রসঙ্গও টেনে আনেন বিশ্বপ্রিয় রায়চৌধুরি৷