পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্যে অডিট হলেই ঘোটালা প্রকাশ্যে আসবে, রাজ্যকে আক্রমণ বিজেপির - বিজেপির উত্তরকন্যা অভিযান

বিজেপির উত্তরকন্যা অভিযান সফল করতে আজ মালদায় আসেন রথীন বসু ৷ সকালে মালদা শহরের গৌড় রোড মোড়ে 'চায়ে পে চর্চা' কর্মসূচিতে অংশ নেন ৷ সেখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তিনি ৷

রথীন বসু
রথীন বসু

By

Published : Dec 4, 2020, 3:16 PM IST

মালদা, 4 ডিসেম্বর : কয়লা, বালি, সিন্ডিকেড রাজ, কাটমানি প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক রথীন বসু ৷ তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় অডিটরকে রাজ্যে ঢুকতে দেন না৷ উনি স্বৈরাচারী মনোভাব দেখাচ্ছেন৷ কারণ অডিট হলেই ওনার ঘাপলা প্রকাশ্যে আসবে৷ তৃণমূলের ভোটের ফান্ড কোথা থেকে আসে ? কয়লা, বালি, সিন্ডিকেড রাজ, কাটমানি থেকে টাকা নিয়েছেন উনি ৷" মালদায় 'চায়ে পে চর্চা' কর্মসূচিতে অংশ নিয়ে বললেন রথীন বসু ৷

বিজেপির উত্তরকন্যা অভিযান সফল করতে আজ মালদায় আসেন রথীন বসু ৷ সকালে মালদা শহরের গৌড় রোড মোড়ে 'চায়ে পে চর্চা' কর্মসূচিতে অংশ নেন ৷ উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল, যুব সভাপতি শুভঙ্কর চম্পটিয়া সহ অন্যান্যরা ৷ পরে শহরবাসীর সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন রথীনবাবু ৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে রথীন বসু বলেন, "ভারতীয় জনতা পার্টি সারা রাজ্যজুড়ে 'চায় পে চর্চা' কর্মসূচি চালাচ্ছে ৷ উত্তরবঙ্গের অর্থনীতি চায়ের উপর নির্ভর করে ৷ আমরা এই 'চায়ে পে চর্চা' কর্মসূচির মাধ্যমে জানাতে চাই, চা বাগানের অবস্থা বর্তমানে শোচনীয় ৷ চা বাগানের শ্রমিকরা মজুরি পাচ্ছে না ৷ অনেক চা বাগান বন্ধ হয়ে গিয়েছে ৷ চা শ্রমিকদের দুর্দশার শেষ নেই ৷"

তিনি আরও বলেন, "বাণিজ্যমন্ত্রী থাকাকালীন নির্মলা সীতারমণ চেষ্টা করেছিলেন চা বাগানকে অধিগ্রহণ করার জন্য ৷ শিলিগুড়িতে এসে উনি নিজে চা বাগানের মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠক করেছিলেন ৷ তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন সাতটি চা বাগান অধিগ্রহণ করার ৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু চা বাগানের মালিকের সঙ্গে যোগসাজস করে হাইকোর্টে কেস করিয়ে সেগুলো বন্ধ করে দিয়েছেন ৷ চা বাগানের মালিক-শ্রমিক, উত্তরবঙ্গের মানুষের প্রতি তাঁর কোনও সমবেদনা নেই ৷ উত্তরবঙ্গের মানুষদের বঞ্চিত করছেন তিনি ৷ এইমস তুলে নিয়ে গিয়েছেন ৷ একটাও উত্তরকন্যা দপ্তর হয়নি ৷ এখন উনি শুরু করেছেন 'দুয়ারে সরকার'৷ তাহলে উত্তরবঙ্গের দুয়ারে কোথায় গেল প্রশাসন? কোথায় গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? উনি যা বলেন সমস্তটা মিথ্যা৷ মানুষকে বিভ্রান্ত করার জন্য উনি এই কাজগুলো করছেন৷ মানুষ 2011 সালে ভুল করেছিল ৷ এবার মানুষ সেই ভুলের সংশোধন করবে ৷ ভারতীয় জনতার পার্টির পাশে মানুষ দাঁড়িয়েছে ৷ মানুষ আবার পরিবর্তন চাই৷"

পশ্চিমবঙ্গের উন্নতির জন্য আগামী 7 তারিখ উত্তরবঙ্গের মানুষদের দিয়ে বিজেপি মহা মিছিল করবে বলেও আজ জানান তিনি৷ আমফান প্রসঙ্গে রথীন বসু বলেন, "আমরা বারবার বলছি আমফান নিয়ে দুর্নীতি হয়েছে৷ কেন্দ্রীয় সরকার আমফানে ক্ষতিগ্রস্তদের জন্য যে টাকা দিয়েছিলেন, সেই টাকা চুরি হয়েছে৷ আমরা যে কথাগুলো বলেছিলাম, হাইকোর্ট সেই কথাগুলোর মান্যতা দিয়েছে৷ হাইকোর্ট নির্দেশে ক্যাগ এই টাকার অডিট করবে৷ কেন্দ্রীয় সরকার যে টাকা রাজ্য পাঠায় সেই সমস্ত টাকার অডিট করার প্রয়োজন আছে৷ কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অডিটরকে ঢুকতে দেয় না৷ উনি কেন্দ্রের কাছে টাকা চান, আর সেই টাকা উনি নিজে ডিস্ট্রিবিউট করবেন৷ অর্থাৎ সেই টাকা যাঁদের জন্য দেওয়া হচ্ছে তাঁরা যাতে সেই টাকা না পায় তার চেষ্টা করছেন উনি৷ নিয়ম রয়েছে ক্যাগ অডিট করবে৷ কিন্তু উনি নিয়ম পালন করছেন না৷ উনি স্বৈরাচারী মনোভাব দেখাচ্ছেন৷ কারণ অডিট হলেই ওনার ঘাপলা প্রকাশ হয়ে যাবে৷ চুরি ধরা পড়বে৷ তৃণমূলের ভোটের ফান্ড কোথা থেকে যোগাড় হয়? এমন কোনও জায়গা নেই যে ওনার চুরি নেই৷ কয়লা, বালি, সিন্ডিকেড রাজ, কাটমানি থেকে টাকা নিয়েছেন উনি৷ মানুষ আজ এগুলো বুঝতে পেরেছে ৷"

ABOUT THE AUTHOR

...view details