পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিনা পয়সায় চিকিৎসা কোথায় ? সবই স্টান্টবাজি : দিলীপ ঘোষ - mamata banerjee

"বিনা পয়সায় চিকিৎসা কোথায় ? এসবই স্টান্টবাজি ৷ পাবলিসিটির জন্য এসব বলা হয় ৷ এভাবে মানুষের বিশ্বাসটাই চলে গেছে ৷" বললেন দিলীপ ঘোষ ।

দিলীপ ঘোষ
দিলীপ ঘোষ

By

Published : Aug 10, 2020, 3:22 PM IST

মালদা, 10 অগাস্ট : "মুখ্যমন্ত্রী অনেক কিছুই বলেন ৷ সেসব কেউ শোনে না ৷ বেসরকারি হাসপাতালে কোরোনার চিকিৎসা করাতে গেলে 25 লাখ পর্যন্ত বিল ধরানো হচ্ছে ৷ এটা কল্পনাও করা যায় না ৷ আর উনি দুনিয়াকে বলে দিচ্ছেন, তাঁরা বিনা পয়সায় কোরোনার চিকিৎসা করাচ্ছেন ৷ সরকারি হাসপাতালে বেডই নেই ৷ আক্রান্তরা জায়গা পাচ্ছে না ৷ বেঘোরে মারা যাচ্ছে ৷ তাহলে বিনা পয়সায় চিকিৎসা কোথায় ? এসবই স্টান্টবাজি ৷ পাবলিসিটির জন্য এসব বলা হয় ৷ এভাবে মানুষের বিশ্বাসটাই চলে গেছে ৷" আজ হেমদাবাদে প্রয়াত দলীয় বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের বাড়ি যাওয়ার আগে মালদা শহরে চায়ে পে চর্চায় অংশ নিয়ে এই মন্তব্য করেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷

উল্লেখ্য, ওয়েস্ট বেঙ্গল ক্লিনিকাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন কোরোনার চিকিৎসার খরচ নিয়ে একটি নির্দেশিকা জারি করেছে ৷ তাতে বলা হয়েছে, বেসরকারি হাসপাতাল কিংবা নার্সিংহোমগুলিতে কোরোনা সংক্রমিতদের চিকিৎসা করাতে গেলে ন্যূনতম 50 হাজার টাকা 12 ঘণ্টার মধ্যে জমা দিতে হবে ৷ তার মধ্যে রোগীর পরিবার সেই টাকা জমা দিতে না পারলে বেসরকারি হাসপাতাল কিংবা নার্সিংহোম কর্তৃপক্ষ ওই রোগীকে বেড খালি করার নির্দেশ দিতে পারে ৷ ইতিমধ্যেই কয়েকটি বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে কোরোনা চিকিৎসায় লাখ লাখ টাকা বিল ধরানোর অভিযোগ রয়েছে ৷

দিলীপ ঘোষের বক্তব্য

আজ হেমতাবাদ রওনা দেওয়ার আগে মালদা শহরে চায়ে পে চর্চায় অংশ নিয়ে দিলীপবাবু বলেন, "এই রাজ্যে সবকিছুই ভেঙে পড়েছে ৷ এখানে শিক্ষা, শিল্প, প্রশাসন, মানুষের সুরক্ষা, কিছুই নেই ৷ মানুষ অনুভব করছে, এসব ফিরিয়ে আনতে পরিবর্তন জরুরি ৷ তারা BJP-র হাত দিয়েই এই পরিবর্তন আনতে চাইছে ৷ মানুষের স্বার্থে আমরাও লড়াই চালিয়ে যাচ্ছি ৷ এই সরকার হেরে যাওয়ার ভয়ে পুলিশকে অনৈতিক কাজে ব্যবহার করছে ৷ তাই সমাজে অসামাজিক কার্যকলাপ বেড়ে যাচ্ছে ৷ যার কোমড়ে দড়ি বেঁধে ঘোরানো উচিত পুলিশ তাদের সঙ্গে বসে চা খাচ্ছে ৷ এসব দেখে পুলিশের উপর থেকে মানুষের ভয় কেটে গেছে ৷ আসলে সরকার পুলিশের আত্মবিশ্বাসটাই নষ্ট করে দিয়েছে ৷ পুলিশকে নিজের মতো কাজ করতে দেওয়া উচিত ৷ তবেই আইনশৃঙ্খলা ফের ঠিক হবে ৷ "

আজ তিনি আরও বলেন, এখনও তাঁরা গোটা রাজ্যে সমস্ত বুথ কমিটি গড়তে পারেননি ৷ অনেকে ভয়ে সামনে আসতে পারছে না ৷ এসব নিয়ে একটা সমস্যা রয়েছে ৷ কোরোনার সংক্রমণের জন্য গত 4-5 মাস ধরে তিনি কিংবা শীর্ষ BJP নেতৃত্ব এই জেলায় আসতে পারেননি ৷ তার জন্য কার্যকর্তাদের মধ্যে খানিকটা হতাশা এসেছিল ৷ কিন্তু সেসব মিটে গেছে ৷ সবাই এখন নতুন উদ্যমে নেমে পড়েছেন ৷ সাংগঠনিক সব কাজ শুরু হয়েছে ৷ আত্মনির্ভর ভারতের প্রশিক্ষণ চলছে ৷ এই রাজ্যে সদস্য সংগ্রহ অভিযানের নকশাও তৈরি ৷ তাঁদের লক্ষ্য, অন্তত 3 কোটি সদস্য সংগ্রহ করা ৷ এসব কাজ দ্রুত শুরু হয়ে যাচ্ছে ৷ সবাইকে মনে রাখতে হবে, রাজ্যের সমস্ত জায়গায় রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালাতে হবে ৷

ABOUT THE AUTHOR

...view details