মালদা, 1 অক্টোবর : দেশের বিচার ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে BJP ৷ আজ মালদায় এই মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরি ৷ আজ গাজোলে সাংগঠনিক কর্মসূচিতে মালদায় আসেন জামিয়তে উলেমায়ে হিন্দের রাজ্য সভাপতি ৷ গাজোল যাওয়ার আগে পুরোনো সার্কিট হাউজ়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি ৷ সেখানে আরও উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, শাসক দলের নেতা নজরুল ইসলামসহ অন্যান্যরা ৷ বৃহস্পতিবার একাধিক বিষয়ে মন্তব্য করেন সিদ্দিকুল্লাহ সাহেব ৷ তার মধ্যে যেমন রয়েছে বাবরি মসজিদ প্রসঙ্গ, তেমনই রয়েছে সীমান্তে পাচারের কার্যকলাপ, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গও ৷
রাজ্যের গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরির মন্তব্য, "বাবরি মসজিদে মূর্তি রাখা হয়েছিল ৷ ফৈজাবাদের তৎকালীন পুলিশ সুপার সেই কথা স্বীকারও করেছিলেন ৷ তিনি স্বীকার করেছিলেন, জোর করে মসজিদ ভাঙা হয়েছিল ৷ সেই দৃশ্য কোটি কোটি মানুষ দেখেছেন ৷ সেখানকার পুলিশ সুপার এসব কথা লিখিতভাবে ফৈজাবাদের জেলাশাসককে জানিয়েছিলেন ৷ এমনকী জেলাশাসককে গোটা বিষয়টি খতিয়ে দেখার আর্জিও জানান ৷ কিন্তু, যেহেতু ওই জেলাশাসক BJP-র লোকসভার প্রার্থী হবেন, তাই দলের স্বার্থে তিনি গোটা বিষয়টি চেপে যান ৷ রাজনৈতিক কারণে এই শয়তানি কাজ করেন ৷ এরপর একটা মসজিদ ভেঙে মন্দির করে দেওয়া হল ৷ আর যারা সেই মসজিদ ভেঙেছে, বলা হল তারা কিছুই করেনি ৷ পৃথিবী খুব ছোটো ৷ ভারতের বিচার ব্যবস্থা কোথায় গিয়েছে, পৃথিবীর বড় বড় বিচারপতিরা দেখছেন ৷ এই ব্যবস্থা BJP-র মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে ৷ দেশের পরিস্থিতি ভয়াবহ ৷"