পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP Slams Mamata Govt: দুর্নীতি ইস্যুতে মমতার সরকারকে বরখাস্তের দাবি বিজেপির, অগস্ট জুড়ে আন্দোলনের ঘোষণা

বিজেপির দাবি, তৃণমূলের সব শীর্ষনেতাই দুর্নীতিতে জড়িত ৷ তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) সরকারের বরখাস্তের দাবি তুলেছে বিজেপি (BJP) ৷ তাই বুধবার তাদের তরফে আন্দোলনের ঘোষণা করেছে গেরুয়া শিবির ৷

bjp-demands-dismissal-of-mamata-banerjee-government-on-corruption-issue
BJP Slams Mamata Govt: দুর্নীতি ইস্যুতে মমতার সরকারকে বরখাস্তের দাবি বিজেপির, অগস্ট জুড়ে আন্দোলনের ঘোষণা

By

Published : Aug 3, 2022, 4:37 PM IST

মালদা, 3 অগস্ট : দুর্নীতিতে শুধু পার্থ চট্টোপাধ্যায়ই (Partha Chatterjee) নয়, জড়িত রয়েছে তৃণমূলের (Trinamool Congress) তাবড় লোকজন । এমনই অভিযোগ তুলেছে বিজেপি (BJP) ৷ গেরুয়া শিবিরের দাবি, জেলা এবং ব্লকস্তর থেকেও নিয়োগে দুর্নীতি হয়েছে । দুর্নীতি হয়েছে গ্রাম পঞ্চায়েত থেকে বিভিন্ন জায়গায় ।

এসব দুর্নীতির প্রতিবাদে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) সরকারকে বরখাস্ত করার দাবিতে মালদা জেলা বিজেপি চলতি মাসে ব্লকস্তরে আন্দোলন ও আইন অমান্য কর্মসূচি পালন করতে চলেছে । সাংবাদিক বৈঠক করে এখবর জানান দলের দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি পার্থসারথি ঘোষ ।

পার্থবাবু ছাড়াও আজ জেলা বিজেপির কার্যালয় শ্যামাপ্রসাদ ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উত্তর মালদা সাংগঠনিক জেলার সভাপতি উজ্জ্বল দত্ত, তিন বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী, গোপালচন্দ্র সাহা ও জয়েল মুর্মু-সহ আরও অনেকে ।

মালদায় বিজেপির সাংবাদিক বৈঠক

পার্থসারথি ঘোষ বলেন, “শিক্ষক নিয়োগ দুর্নীতির (Bengal Recruitment Scam) তদন্তে হাতেনাতে ধরা পড়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । তিনি রাজ্য সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন । প্রায় প্রতিদিনই কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে । আমরা বারবারই বলে আসছি, পশ্চিমবঙ্গের সরকার কাটমানির সরকার । সমাজবিরোধীদের উপর ভর করে এই সরকার টিকে আছে । ফলে এই সরকারের মন্ত্রীরা যে চোর হবে, তা খুবই স্বাভাবিক ।’’

তিনি আরও বলেন, ‘‘আমরা মনে করি, শুধুমাত্র একটি বিভাগে দুর্নীতি হয়েছে, তা কখনও হতে পারে না । গ্রাম পঞ্চায়েতস্তর থেকে কেন্দ্রীয় প্রকল্পের কোটি কোটি টাকা আত্মসাৎ করা হচ্ছে । গরিব মানুষ বঞ্চিত হচ্ছেন । দুর্নীতির জাল নীচ থেকে উপর পর্যন্ত বিস্তৃত । যত তদন্ত এগোচ্ছে, ততই শিক্ষক নিয়োগ দুর্নীতির (Bengal SSC Scam) পর্দা ফাঁস হচ্ছে । এই সরকার লুটেরার সরকার ।’’

তাঁর দাবি, ‘‘এই রাজ্যের মাথায় 5 কোটি 80 লাখ কোটি টাকার দেনা । আরও ঋণ পেতে রাজ্য সরকার জিডিপি মানিপুলেট করে কেন্দ্রের কাছে পেশ করছে । রাজ্য যে ঋণ নিচ্ছে, তার কোনও রিটার্ন নেই । অর্থাৎ সব লুটে খাওয়ার চেষ্টা । আমরা এই সরকারকে বরখাস্ত করার দাবি করছি । এসবের বিরুদ্ধে আমরা মানুষকে সজাগ করতে একাধিক আন্দোলন কর্মসূচি নিয়েছি ।’’

তিনি বলেন, ‘‘31 জুলাই থেকে 5 অগস্ট পর্যন্ত পঞ্চায়েতস্তরে আন্দোলন চলছে । 6 থেকে 8 এবং 16 থেকে 18 অগস্ট সমস্ত ব্লকে ধরনা, ডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচি চলবে । 19 থেকে 22 অগস্ট রাজ্য জুড়ে বড় ধরনের আইন অমান্য কর্মসূচির ডাক দেওয়া হয়েছে ।”

আরও পড়ুন :কলকাতার পর এবার শান্তিনিকেতন, পার্থ-অর্পিতার 'অপা'য় হানা ইডির

ABOUT THE AUTHOR

...view details