মালদা, 3 সেপ্টেম্বর : মালদা মেডিক্যালে নার্স নিগ্রহ কাণ্ডে ধৃত দুই মহিলা মোর্চার সদস্যকে মুক্তির দাবিতে বৃহস্পতিবার ইংরেজবাজার থানা ঘেরাও করল বিজেপি ৷ নেতৃত্বে ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু-সহ জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল, মহিলা মোর্চার জেলা সভানেত্রী সুতপা মুখোপাধ্যায় ও অন্যান্যরা ৷
সাংসদের বক্তব্য, ধৃত দুই মহিলা তাঁদের দলের সক্রিয় সদস্য । যতক্ষণ না তাঁদের নিঃশর্ত মুক্তি দেওয়া হচ্ছে, ততক্ষণ তাঁরা ইংরেজবাজার থানা ঘেরাও করে রাখবেন ।
উল্লেখ্য, মালদা মেডিক্যালের ফিমেল মেডিসিন ওয়ার্ডে ছবি তোলার বৃহস্পতিবার দুই মহিলাকে গ্রেফতার করে ইংরেজবাজার থানার পুলিশ । এই বিষয়ে হাসপাতালে উপস্থিত পুলিশ অফিসার জানান, ছবি তোলায় বাধা দেওয়ায় দুই মহিলা ওয়ার্ডে কর্তব্যরত নার্সের গায়ে হাত তুলেছেন । ওই নার্সের লিখিত অভিযোগের ভিত্তিতে দুই মহিলাকে গ্রেফতার করা হয়েছে ।
আরও পড়ুন :Malda TMC : মালদায় বাড়ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, অপসারিত আরও এক পঞ্চায়েত সমিতির সভানেত্রী
মেডিক্যালের সহকারী অধ্যক্ষ তথা হাসপাতাল সুপার পুরঞ্জয় সাহা জানান, ওই দুই মহিলা ওয়ার্ডের ভিতর ছবি তুলছিলেন । যা বেআইনি । কর্তব্যরত নার্স এই ঘটনার প্রতিবাদ করায় ওই দুই মহিলা তাঁকে শারীরিক নিগ্রহ করেন । শুধু তাই নয়, বাধা দিতে গেলে তাঁরা চিকিৎসকদেরও অশ্লীল ভাষায় গালিগালাজ করেন । শেষ পর্যন্ত পুলিশ এসে ওই দুই মহিলাকে গ্রেফতার করে নিয়ে যায় । এই ঘটনায় নিগৃহীতা নার্স পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেন ।
ধৃত দুই মহিলা রীতা মণ্ডল ও রমা মণ্ডল হবিবপুর ব্লকের আইহো হরিতলার বাসিন্দা । তাঁদের মা পাতানি মণ্ডল শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে গতকালই মালদা মেডিক্যালে ভর্তি হন । রীতা ও রমাদেবী বিজেপি মহিলা মোর্চার সক্রিয় সদস্য । তাঁদের গ্রেফতারির খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায় জেলা বিজেপির অন্দরে । দু’জনের মুক্তির দাবিতে রাত আটটা নাগাদ ইংরেজবাজার থানা ঘেরাও করে উত্তর মালদার সাংসদ খগেন মুর্মুর নেতৃত্বে ধর্নায় বসেন বিজেপির নেতা-নেত্রীরা ।
সাংসদ খগেন মুর্মু বলেন, "আমরা আজ এখানে ধর্নায় বসতে বাধ্য হয়েছি । আমাদের মহিলা মোর্চার দুই মণ্ডল নেত্রীকে দুপুর একটা থেকে ইংরেজবাজার থানায় বসিয়ে রাখা হয়েছে । কেন তাঁকে আটকে রাখা হয়েছে আমি মালদা মেডিক্যালের এমএসভিপির কাছে বিষয়টি জানতে চাওয়ায় এ ব্যাপারে কিছুই জানেন না বলে জানান তিনি । এদিকে ইংরেজবাজার থানার আইসি বলছেন, এমএসভিপি অভিযোগ করেছেন বলে তাঁরা আমাদের দুই নেত্রীকে গ্রেফতার করেছেন । আমরা এনিয়ে জেলা পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি ৷ আমাদের নেত্রীদের মা হাসপাতালে ভর্তি এদিন হন । চিকিৎসকরা ওয়ার্ডে ঢুকেও তাঁর চিকিৎসা করেননি । তাই রীতা ও রমা নার্সকে বলেন, তাঁদের মাকে যেন কোনও চিকিৎসক দেখতে আসেন । ওই ওয়ার্ডে কুকুর-বিড়াল ঘোরার ছবি তুলতে গেলে তখন ওই নার্স মোবাইল ছিনিয়ে নেন । এরপর সেই নার্স আমাদের দুই নেত্রীর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করেন । আমাদের সাফ কথা, আমাদের দুই নেত্রীকে নিঃশর্ত মুক্তি না দেওয়া হলে আমরা থানার সামনে ধর্না চালিয়ে যাব ।"
আরও পড়ুন :Malda : মালদা মেডিক্যালে নার্সকে নিগ্রহ ও চিকিৎসকদের গালিগালাজ, ধৃত দুই মহিলা