পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP Malda Committee : মালদার দুই সাংগঠনিক জেলার কমিটি ঘোষণা বিজেপির - BJP Malda Committee

বিধানসভা ভোটের পর মালদা জেলাকে দু’টি সাংগঠনিক জেলায় ভেঙে দেয় বিজেপি ৷ দু’জনকে সভাপতির দায়িত্ব দেওয়া হয় ৷ বুধবার ওই দুই জেলার জন্য কমিটিও ঘোষণা করা হল (bjp announce two organisational dist committee of malda) ৷

bjp announce two organisational dist committee of malda
BJP Malda Committee : মালদার দুই সাংগঠনিক জেলার কমিটি ঘোষণা বিজেপির

By

Published : Jan 26, 2022, 7:47 PM IST

মালদা, 26 জানুয়ারি : বিদ্রোহের আগুন জ্বলছেই । আসন্ন পৌর নির্বাচনের আগে অন্দরমহলের সেই আগুনের আঁচ যাতে বাইরে বেরোতে না পারে, তার সবরকম চেষ্টা করে যাচ্ছে গেরুয়া শিবির । কিন্তু তাতেও আগুনের আঁচ চাপা থাকছে না ।

এই অবস্থায় মালদার দু’টি পৌরসভার নির্বাচন নিয়ে তৎপরতা দেখা গিয়েছে জেলা বিজেপিতে । সম্প্রতি সাংগঠনিকভাবে এই জেলাকে দু’ভাগে ভাগ করেছে দলের নেতৃত্ব । আজ সেই উত্তর ও দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে (bjp announce two organisational dist committee of malda) । উত্তর মালদা সাংগঠনিক জেলায় নয়া কমিটিতে মূলত পুরনো মুখের ভিড় । তবে দক্ষিণ মালদা সাংগঠনিক জেলায় বেশ কিছু নতুন মুখ দেখা গিয়েছে ।

পৌর নির্বাচনকে সামনে রেখেই দুই সাংগঠনিক জেলা কমিটি গড়া হয়েছে কি না, সেই প্রশ্নে অবশ্য আমল দিতে চাননি বিজেপির মালদার দুই সাংগঠনিক জেলার সভাপতিরা ।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের পর জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডলকে দায়িত্ব থেকে সরিয়ে জেলাকে দুই ভাগে ভাগ করে দুই সভাপতি নিয়োগ করে বিজেপির রাজ্য নেতৃত্ব । উত্তর মালদার সভাপতির দায়িত্ব পান উজ্জ্বল দত্ত ও দক্ষিণ মালদার সভাপতি হিসেবে পার্থসারথি ঘোষের নাম ঘোষণা করা হয় ।

গত বিধানসভা নির্বাচনে জেলার দুই পৌরসভাতে বিজেপির ফল ছিল চোখে পড়ার মতো । ইংরেজবাজারের 29টি আসনের মধ্যে 20টিতে এগিয়ে ছিল বিজেপি । পুরাতন মালদার 20টি পৌরসভার প্রতিটিতেই শাসকদলকে পেছনে ফেলেছিল গেরুয়া শিবির ।

ফলে দুই পৌরসভার নির্বাচনে ভালো ফল আশা করছে বিজেপি ৷ তাই পৌর নির্বাচন নিয়ে ইতিমধ্যেই সাংগঠনিক তোড়জোড়ও শুরু হয়েছে ৷ এরই মধ্যে আজ বুধবার দুপুরে বিজেপির জেলা কার্যালয়, শ্যামাপ্রসাদ ভবনে সাংবাদিক বৈঠক ডেকে নতুন দুই সাংগঠিনিক জেলা কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন দুই সভাপতি ।

দুই কমিটিতেই 22 জন করে জায়গা পেয়েছেন । নতুন করে নিয়োগ করা হয়েছে অফিস সেক্রেটারি । পৌরসভা নির্বাচনের আগে বিজেপির দুই জেলা কমিটিতে দুই পৌর এলাকার নেতাদের স্থান পাওয়ার সুযোগ বেশি ছিল বলেই মনে করছিল জেলার রাজনৈতিক মহল । উত্তর মালদার ক্ষেত্রে সেই প্রভাব খুব একটা দেখা না গেলেও দক্ষিণ মালদার কমিটিতে সেই ছবি ধরা পড়েছে ।

আরও পড়ুন :Bengal BJP on District Committees : বিদ্রোহ ঠেকাতে জেলা কমিটিতে আদি-নব্য ভারসাম্যের নির্দেশ বিজেপির

দক্ষিণ মালদার নতুন কমিটিতে জেলা সভাপতি-সহ শুধুমাত্র ইংরেজবাজার বিধানসভা এলাকার 13 জন স্থান পেয়েছেন । যদিও দক্ষিণ মালদার জেলা সভাপতি পার্থসারথি ঘোষের দাবি, পৌরভোটের জন্য ইতিমধ্যে কনভেনার ঘোষণা হয়েছে । পৌর নির্বাচনের জন্য ইংরেজবাজারে আলাদা কমিটি গঠন করা হবে ।

ABOUT THE AUTHOR

...view details