মালদা, 7 জুলাই : সীমান্তে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র পাচারের চেষ্টা রুখল BGB(বর্ডার গার্ড অফ বাংলাদেশ) । BSF সূত্রে খবর, রাতভর গুলির লড়াইয়ে খতম হয়েছে এক JMB জঙ্গি । আরও এক জঙ্গি জখম হয়েছে। তার খোঁজে গঙ্গার দু'পাড়ে নজর রেখেছে দু'দেশের সীমান্তরক্ষী বাহিনী ।
গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের একাধিক মাদ্রাসায় JMB জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে । চট্টগ্রাম সহ বেশ কয়েকটি জায়গায় তাদের ঘাঁটি গড়ে উঠেছে । সেই চেনা ছকেই কাজ চলছে বর্ধমান, মুর্শিদাবাদের কয়েকটি মাদ্রাসায় । আর এরই মাঝে গতকাল সীমান্ত দিয়ে এদেশে আগ্নেয়াস্ত্র পাচারের চেষ্টা করেছিল JMB জঙ্গিরা। যা বানচাল করে দেয় BGB।
এই সংক্রান্ত খবর : বর্ধমান-মুর্শিদাবাদের মাদ্রাসায় তৈরি হচ্ছে জঙ্গি ! কেন্দ্রীয় গোয়েন্দা রিপোর্ট
কালিয়াচক 3 নম্বর ব্লকের শোভাপুর পারদেওনাপুর গ্রাম পঞ্চায়েতটি একেবারে গঙ্গা লাগোয়া । নদী পেরোলেই বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলা ৷ নবাবগঞ্জের বাখের আলি গ্রামে সেদেশের সবচেয়ে বড়ো চোরাই গোরুর হাট বসে ৷ বর্ষার সময় এই নদীপথ ব্যবহার করেই চলে গোরু পাচার । BSF ও বৈষ্ণবনগর থানার পুলিশ মাঝেমধ্যেই চোরাই গোরু উদ্ধার করে ।
এই সংক্রান্ত খবর : কলকাতায় গ্রেপ্তার IS অনুপ্রাণিত 4 নব্য JMB জঙ্গি