মালদা, 24 এপ্রিল: সপ্তম দফার নির্বাচনী প্রচার শেষ ৷ ভোটগ্রহণের প্রস্তুতি শুরু হয়েছে ৷ ঠিক সেই সময়ই রতুয়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী রণহুঙ্কার দিয়ে রাখলেন স্থানীয় বিজেপি নেতা শেখ ইয়াসিনকে ৷ জানিয়ে দিলেন, ইয়াসিন ভোট লুট করতে এলে প্রয়োজনে তাঁর দলের লোকজনই ব্যবস্থা নেবেন ৷ এই মন্তব্য করে নির্বাচনকে কার্যত তাতিয়ে দিয়েছেন বর্ষীয়ান তৃণমূল নেতা সমর মুখোপাধ্যায় ৷ এনিয়ে কমিশন কোনও ব্যবস্থা নেয় কিনা, সেটাই এখন দেখার ৷
এবার মালদা জেলায় বর্ণময় নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে রতুয়া কেন্দ্রে ৷ ত্রিমুখী নয়, এই কেন্দ্রে এবার লড়াই চতুর্মুখী ৷ তৃণমূলের সমর মুখোপাধ্যায়, বিজেপির অভিষেক সিংহানিয়া, কংগ্রেসের নাজেমা খাতুনের সঙ্গে সমানভাবে পাল্লা দিয়ে লড়ছেন নির্দল প্রার্থী পায়েল খাতুন ৷ এই পায়েলই চারবারের বিধায়ক সমরবাবুর জয়ের পথে এবার সবচেয়ে বড় কাঁটা বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ কারণ, পায়েল এখনও মালদা জেলা পরিষদের তৃণমূল সদস্য ৷ তিনি জেলা পরিষদের কর্মাধ্যক্ষও বটে ৷ তাঁর স্বামী শেখ ইয়াসিন একসময় রতুয়ায় তৃণমূল সংগঠন তৈরি করতে বড় ভূমিকা নিয়েছিলেন ৷ দলের টিকিট না পেয়ে তিনি সম্প্রতি বিজেপিতে যোগ দেন ৷ অবশ্য গেরুয়া শিবিরও তাঁকে এই কেন্দ্রে প্রার্থী করেনি ৷ শেষ পর্যন্ত তাঁর স্ত্রী ফুটবল প্রতীকে এই কেন্দ্রে নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৷ প্রতীক বাছাইয়ের ক্ষেত্রেও শেখ ইয়াসিনের মুন্সিয়ানার পরিচয় পাওয়া গিয়েছে বলেই মনে করছে সবাই ৷