মালদা, 11 এপ্রিল: শনিবার চতুর্থ দফার নির্বাচনে শীতলকুচিতে গুলি চালনার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীকে ক্রিমিনাল বলে কটাক্ষ ও তাঁর পদত্যাগ দাবি করে রাজ্যজুড়ে কালাদিবস পালন করছে তৃণমূল কংগ্রেস ৷ রবিবার মালদাতেও জেলা তৃণমূলের উদ্যোগে পালিত হল কালাদিবস ৷ শাহের পদত্যাগের দাবিতে স্লোগান দিয়ে শহরের প্রধান রাস্তায় মিছিল করেন তৃণমূল কর্মীরা ৷
শীতলকুচির ঘটনায় অমিতের পদত্যাগের দাবিতে কালাদিবস পালন তৃণমূলের - tmc calls amit shah criminal
শীতলকুচির ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি করে মালদায় কালাদিবস পালন করল জেলা তৃণমূল ৷ অমিত শাহকে 'ক্রিমিনাল' বলেও কটাক্ষ করে শাসকদল ৷
রবিবার কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর প্রতিবাদে রাজ্যজুড়ে প্রতিবাদ মিছিল করছে শাসকদল ৷ কালো ব্যাজ পরে রাস্তায় নেমে পড়ে মালদা জেলা তৃণমূল নেতৃত্বও ৷ জেলা তৃণমূলের মুখপাত্র শুভময় বসু বলেন, “চতুর্থ দফার নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের বিজেপিকে ভোট দেওয়ার জন্য হুমকি দিচ্ছে ৷ বুথে বুথে তৃণমূল কর্মীদের হেনস্থা করা হচ্ছে ৷ গতকালের ঘটনা ভারতবর্ষের কলঙ্ক ৷ কেন্দ্রীয় বাহিনী গুলি করে চারজনকে হত্যা করেছে, তিনজনকে আহত করেছে ৷ আজ মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যেতে চেয়েছিলেন ৷ কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনকে দিয়ে ওই এলাকায় 72 ঘণ্টা রাজনীতিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল ৷ এর প্রতিবাদে জেলা তৃণমূলের পক্ষ থেকে কালাদিবস পালন করলাম ৷ একজন ক্রিমিনাল স্বরাষ্ট্রমন্ত্রীর পদে রয়েছেন ৷ তাঁর পদত্যাগ দাবি করছি আমরা ৷”
শনিবার চতুর্থ দফার ভোটে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল কোচবিহারের শীতলকুচি ৷ জেলায় মোট পাঁচজনের মৃত্যু হয়েছে ৷ চতুর্থ দফার নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে ৷