বৈষ্ণবনগর, 4 এপ্রিল : প্রার্থী হতে না পারায় নির্দল হিসেবে বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রে শনিবার মনোনয়ন জমা দিলেন বিজেপির প্রাক্তন ব্লক সভাপতি । যদিও নথিপত্রে ভুল থাকায় তাঁর মনোনয়ন জমা নেওয়া হয়নি বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে । মালদা জেলার 12টি বিধানসভা এলাকায় বিজেপির প্রার্থী ঘোষণা হতেই জেলাজুড়ে বিক্ষোভ শুরু হয় । সেই বিক্ষোভের আঁচ এসে পড়ে বিজেপির জেলা কার্যালয়েও । প্রার্থী হতে না পেরে ইতিমধ্যেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন গাজোলের প্রাক্তন বিজেপি নেত্রী সাগরিকা সরকার ।
প্রার্থীপদ না পেয়ে বিজেপির প্রাক্তন ব্লক সভাপতি গেলেন নির্দলে আরও পড়ুন :হেরে গিয়েছেন বুঝেই নাকি বুথে ঘুমিয়ে পড়েছিলেন মমতা !
এবার প্রার্থীপদ না পেয়ে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিলেন বৈষ্ণবনগরের বিজেপির প্রাক্তন ব্লক সভাপতি হরেন্দ্রনাথ সরকার । মনোনয়ন জমা দিয়ে তিনি বলেন, “আজ আমি বৈষ্ণবনগর বিধানসভা এলাকায় নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলাম । আমি বিজেপি করতাম । দল থেকে প্রার্থী হওয়ার জন্য আমি দরখাস্তও করেছিলাম । বর্তমানে ওই এলাকার যিনি বিজেপি বিধায়ক রয়েছেন, পুরো এলাকার মানুষ তাঁর বিরুদ্ধে চলে গিয়েছেন । তারপরেও জেলা নেতৃত্ব বর্তমান বিধায়ককেই ওই এলাকায় প্রার্থী করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আবেদন করেছে । তাই বাধ্য হয়ে আমি নির্দল প্রার্থী হয়ে বর্তমান বিধায়কের বিরুদ্ধে লড়াই করব । বিজেপি থেকে চাপ দেওয়া হলেও আমি মনোনয়ন জমা করব ।”
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শনিবার হরেন্দ্রনাথবাবু মনোনয়ন জমা করতে গেলেও নথিপত্রে একাধিক ত্রুটি থাকায় এদিন তিনি মনোনয়ন জমা করতে পারেননি ।