মালদা, 21 মার্চ : অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন ৷ সেই নিরিখে মালদার বাংলাদেশ সীমান্ত এলাকার বুথগুলিতে বিশেষ নজরদারি রাখা হচ্ছে ৷ শনিবার জেলায় বৈঠক করে বার্তা দিলেন রাজ্যের দ্বিতীয় পর্যবেক্ষক অনিলকুমার শর্মা ৷ পুরাতন মালদার নারায়ণপুরের একটি হোটেলে তিনি মালদা, দুই দিনাজপুর ও মুর্শিদাবাদ জেলার প্রশাসন, পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী ও সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে বৈঠক করেন ৷ সমস্ত জেলার প্রত্যেক রাজনৈতিক দলকে নিজেদের বক্তব্য জানানোর জন্য 10 মিনিট করে সময় দেওয়া হয় ৷
বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল শর্মা শনিবার হেলিকপ্টারে মালদায় আসেন ৷ বিমানবন্দর থেকে তিনি সরাসরি হোটেলে যান ৷ সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন চার জেলার প্রতিটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা ৷ প্রথমে তাঁদের সঙ্গেই বৈঠক করেন পর্যবেক্ষক ৷ বৈঠক শেষে জেলা তৃণমূল সভানেত্রী মৌসম নুর বলেন, “ বিশেষ পুলিশ পর্যবেক্ষকের কাছে আমরা বেশ কয়েকটি দাবি রেখেছি ৷ বিশেষ করে বাংলাদেশ সীমান্ত এলাকায় যেখানে বিএসএফ সীমান্ত পাহারা দিচ্ছে, সেখানে বিএসএফ এর কিছু অফিসার সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছেন এবং বিশেষ একটি দলকে ভোট দেওয়ার কথা বলছেন ৷ এছাড়াও আমাদের কাছে অভিযোগ এসেছে, বিভিন্ন জায়গায় বহিরাগতরা ধর্মীয় অনুষ্ঠানের নামে ভোট প্রচার করছে ৷ তারা কতদিন এলাকায় থাকতে পারবে এবং এর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে কিনা তা জানতে চেয়েছি ৷”
আরও পড়ুন :রাজনীতিকদের পুর-প্রশাসকের পদ থেকে সরাতে নির্দেশ নির্বাচন কমিশনের
বিজেপির জেলা সহ সভাপতি তাপস গুপ্ত বলেন, “মালদায় সীমান্ত এলাকার সমস্ত বুথকেই এবার আমরা সংবেদনশীল বলে মনে করছি ৷ এখনও মালদা জেলার সমস্ত থানার পুলিশ শাসকদলের কথামতো কাজ করছে ৷ আধা সামরিক বাহিনীকে তারা পরিচালনা করার চেষ্টা করছে ৷ আমরা জানিয়েছি, পুলিশি নিয়ন্ত্রণে আধা সামরিক বাহিনীকে রাখে চলবে না ৷ উপরমহল থেকে তাদের নিয়ন্ত্রণ করতে হবে ৷”