মালদা, 16 এপ্রিল : একসময় নিজে ছিলেন অভিনেত্রী ৷ সামনে যখন আদিবাসী মহিলারা তাঁর জন্যই নিজেদের প্রথায় নেচে চলেছেন, তখন নিজেকে আটকাতে পারলেন না তিনি ৷ বৃহস্পতিবার মালতিপুর কেন্দ্রের মানুষজন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানির নাচের সাক্ষ্মী থাকল ৷ নির্বাচনী প্রচারে এদিন নিজের ছোট বক্তব্যে তিনি একদিকে যেমন রাজ্যের তৃণমূল সরকার এবং মুখ্যমন্ত্রীকে বেঁধেন, তেমনই নিজেদের প্রতিশ্রুতির কথা তুলে ধরেন ৷
বৃহস্পতিবার প্রথমে মালদার ইংরেজবাজার কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে রোড শো সহ একটি সভা করেন স্মৃতি ৷ নির্ধারিত সময়ের অনেক পরে তাঁর হেলিকপ্টার নামে মালতিপুর ফুটবল ময়দানে ৷ সেখানে উপস্থিত অনেক মানুষ তাঁকে স্বাগত জানান ৷ সঙ্গে ছিলেন মালতিপুরের দলীয় প্রার্থী মৌসুমী দাস ও চাঁচলের প্রার্থী দীপঙ্কর রাম ৷ সময়ের অভাবে তাঁর রোড শো এদিন বাতিল হয়ে যায় ৷ সামসী কলেজ বয়েজ হস্টেলের সামনে গাড়ি থেকেই সামান্য সময় বক্তব্য রাখেন তিনি ৷ বক্তব্য শেষে তিনি আদিবাসী নৃত্যে শামিল হন ৷ এদিন বক্তব্যে স্মৃতি তৃণমূল সরকারকে সরাসরি আক্রমণ করেন ৷ বলেন, “এখানে বলা হচ্ছে, বাংলা নিজের মেয়েকেই চায় ৷ কোন মেয়ে? যে মেয়ের রাজ্যে ধর্ষণ হয়? যে মেয়ের জায়গায় শৌচালয়ের টাকা চুরি হয়? এখানে কাজ করছে মোদি, ছবি তুলছে দিদি ৷ "