মালদা, 27 এপ্রিল : মালদায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার 2 ৷ ধৃতদের কাছ থেকে সাতটি অত্যাধুনিক পাইপগান সহ একটি মাস্কেট রাইফেল উদ্ধা করে পুলিশ ৷ গতকাল মালদার 34 নম্বর জাতীয় সড়ক থেকে এই আগ্নেয়াস্ত্রগুলি উদ্ধার হয় ৷ উল্লেখ্য, গতকাল মালদায় কয়েকটি আসনে সপ্তম দফার নির্বাচন ছিল ৷
মালদায় উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেফতার 2 - আগ্নেয়াস্ত্র উদ্ধারের খবর
খবর পেয়ে, গতকাল 34 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় অভিযান চালায় কালিয়াচক থানার পুলিশ ৷ উদ্ধার করা হয় সাতটি অত্যাধুনিক পাইপগান সহ একটি মাস্কেট রাইফেল ৷ ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই ব্যক্তিকে ৷
খবর পেয়ে, গতকাল 34 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় অভিযান চালায় কালিয়াচক থানার পুলিশ ৷ উদ্ধার করা হয় সাতটি অত্যাধুনিক পাইপগান সহ একটি মাস্কেট রাইফেল ৷ ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই ব্যক্তিকে ৷ ধৃতদের নাম আলিবর্দি বিশ্বাস ওরফে রহিম ও সমর মণ্ডল । ধৃতরা বৈষ্ণবনগরের গুরুটোলা এলাকার বাসিন্দা ।
পুলিশ সূত্রে খবর , ধৃতেরা উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র কালিয়াচকে পৌঁছে দিতে এসেছিল । তবে তদন্তের জন্য আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন ৷ সেই কারণেই ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে মালদা জেলা আদালত ।