মালদা, 6 এপ্রিল :নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ খতিয়ে দেখার জন্য জেলার প্রত্যেকটি ব্লকে মোতায়েন করা হয়েছিল নির্বাচন কমিশনের স্টিকার লাগানো ফ্লাইং স্কোয়াড । বিধিভঙ্গের অভিযোগ খতিয়ে দেখার আড়ালে ফ্লাইং স্কোয়াডের সেই গাড়িতে যাত্রী পরিবহনের ছবি ধরা পড়ল মালদা জেলায়।
নির্বাচন ঘোষণা হওয়ার পর গত 1 মার্চ জেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে জেলার 15টি ব্লকে তদারকি করার জন্য 15টি ফ্লাইং স্কোয়াডের সূচনা করেন জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক রাজর্ষি মিত্র।
বিধিভঙ্গের অভিযোগ দেখার আড়ালে নির্বাচন কমিশনের স্টিকার লাগানো ফ্লাইং স্কোয়াডের গাড়িতে চলছে যাত্রী পরিবহন সাধারণ মানুষের বোঝার সুবিধার জন্য ওই গাড়িগুলিতে নির্বাচন কমিশনের স্টিকার লাগানো হয়। কোথাও নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠলে ঘটনাস্থলে ছুটে যাওয়ার কথা ওই ফ্লাইং স্কোয়াডের। অথচ নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ খতিয়ে দেখার আড়ালে সেই গাড়িতেই চলছে যাত্রী পরিবহন। এমন ছবিই ধরা পড়েছে মালদা শহরে।
যদিও বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি হননি জেলার নির্বাচনী আধিকারিকরা। তবে ইটিভি ভারতের থেকে বিষয়টি জানতে পেরে, উপযুক্ত পদক্ষেপ নেওয়ার কথা জানান নির্বাচনী আধিকারিকরা।
আরও পড়ুন :প্রচারের আগে প্রিয়রঞ্জন দাসমুন্সিকে শ্রদ্ধা বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণীর