মালদা, ৫ এপ্রিল : জেলার তিনটি বিধানসভা কেন্দ্রের, তিন রাজনৈতিক দলের মনোনয়নকে কেন্দ্র করে সরগরম চাঁচল মহকুমাশাসকের দপ্তর সংলগ্ন এলাকা। এদিনের মনোনয়নকে কেন্দ্র করে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছিল। মনোনয়ন পর্বকে ঘিরে কর্মী-সমর্থকের মিছিলে ব্যাপক যানজট সৃষ্টি হয় চাঁচলে।
আজ সকাল থেকে চাঁচল মহকুমাশাসকের দপ্তরে মনোনয়ন জমা দেন তৃণমূল, বিজেপি ও সংযুক্ত মোর্চার প্রার্থীরা। আলাদা আলাদা মিছিল করে নিজেদের মনোনয়ন পেশ করেন চাঁচল, মালতিপুর ও হরিশ্চন্দ্রপুরের তৃণমূল প্রার্থী নীহাররঞ্জন ঘোষ, আবদুল রহিম বক্সি ও তাজমূল হোসেন। অন্যদিকে, শোভাযাত্রা মিছিল করে মনোনয়ন জমা দিতে আসেন ওই তিন কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপঙ্কর রাম, মৌসুমি দাস ও মতিবুর রহমান। মনোনয়ন পেশ করে চাঁচল ও মালতিপুরের বিদায়ী বিধায়ক তথা সংযুক্ত মোর্চার প্রার্থী আসিফ মেহবুব ও আলবেরুণি জুলকারনাইন।