মালদা, 21 এপ্রিল : এর আগে তাঁর "ম্যান মেড বন্যা" উক্তি রাজনীতিতে বিতর্ক ছড়িয়েছিল ৷ এবার করোনার দ্বিতীয় ঢেউকে "মোদি মেড ডিজাস্টার" বলে ভোটের আগে নিশ্চিতভাবে আরও একবার বিতর্ক উসকে দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটায় নির্বাচনী প্রচারে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন তিনি ৷ অবশ্য তার আগে তিনি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটেও একই মন্তব্য করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিঁধেছেন ৷
উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউয়ে উত্তরবঙ্গে সবচেয়ে আশঙ্কার জায়গা মালদা ও শিলিগুড়ি ৷ প্রায় প্রতিদিনই এই জেলায় কয়েকশো নতুন করোনা আক্রান্তের সন্ধান মিলছে ৷ ইতিমধ্যেই মালদা মেডিকেলের 150 শয্যার করোনা ইউনিট ভর্তি ৷ পরিস্থিতি বুঝে মালদা শহরের বাগবাড়ি এলাকায় দু’একদিনের মধ্যে 55 শয্যার আরেকটি কোভিড ইউনিট চালু করার সিদ্ধান্ত নিয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর ৷ কয়েকটি নার্সিং হোমে কোভিড ইউনিট খোলার ব্যাপারে চিন্তা চলছে ৷ তবে মালদা ও পুরাতন মালদা শহরে দুটি নার্সিং হোম ইতিমধ্যে করোনা ইউনিট চালু করে দিয়েছে ৷ এদিকে জেলা জুড়ে দেখা দিয়েছে অক্সিজেন সিলিন্ডারের অভাব৷ সংক্রমণের সংখ্যা এভাবেই বাড়তে থাকলে আগামীতে কী হবে, তা চিন্তা করে বুক শুকোচ্ছে জেলাবাসীর ৷ এই পরিস্থিতিতে অনেকেই সমস্ত রাজনৈতিক দলের নির্বাচনী প্রচার বন্ধ করার পক্ষে সওয়াল করেছেন ৷ বিজেপির তরফে প্রতিটি সভা মাত্র 500 জনে সংকুচিত করা হয়েছে ৷ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি সভার সময় কমিয়েছেন ৷ কিন্তু আজ হরিশ্চন্দ্রপুরে তাঁর নির্বাচনী সভায় যেভাবে কোভিড বিধি উপেক্ষিত হতে দেখা গেছে, তা চিন্তায় রেখেছে এলাকার মানুষকে ৷