পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মোদির জন্য়ই করোনা বেড়েছে, দাবি মমতার - assembly election 2021

আজ হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটায় নির্বাচনী প্রচারে বক্তব্য রাখতে গিয়ে করোনা বৃদ্ধির জন্য় মোদিকে নিশানা করেন মমতা ৷ অবশ্য তার আগে তিনি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে তিনি বলেছেন, মোদি মেড করোনা ৷

mamata
মালদার সভায় মমতা

By

Published : Apr 21, 2021, 7:47 PM IST

মালদা, 21 এপ্রিল : এর আগে তাঁর "ম্যান মেড বন্যা" উক্তি রাজনীতিতে বিতর্ক ছড়িয়েছিল ৷ এবার করোনার দ্বিতীয় ঢেউকে "মোদি মেড ডিজাস্টার" বলে ভোটের আগে নিশ্চিতভাবে আরও একবার বিতর্ক উসকে দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটায় নির্বাচনী প্রচারে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন তিনি ৷ অবশ্য তার আগে তিনি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটেও একই মন্তব্য করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিঁধেছেন ৷

উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউয়ে উত্তরবঙ্গে সবচেয়ে আশঙ্কার জায়গা মালদা ও শিলিগুড়ি ৷ প্রায় প্রতিদিনই এই জেলায় কয়েকশো নতুন করোনা আক্রান্তের সন্ধান মিলছে ৷ ইতিমধ্যেই মালদা মেডিকেলের 150 শয্যার করোনা ইউনিট ভর্তি ৷ পরিস্থিতি বুঝে মালদা শহরের বাগবাড়ি এলাকায় দু’একদিনের মধ্যে 55 শয্যার আরেকটি কোভিড ইউনিট চালু করার সিদ্ধান্ত নিয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর ৷ কয়েকটি নার্সিং হোমে কোভিড ইউনিট খোলার ব্যাপারে চিন্তা চলছে ৷ তবে মালদা ও পুরাতন মালদা শহরে দুটি নার্সিং হোম ইতিমধ্যে করোনা ইউনিট চালু করে দিয়েছে ৷ এদিকে জেলা জুড়ে দেখা দিয়েছে অক্সিজেন সিলিন্ডারের অভাব৷ সংক্রমণের সংখ্যা এভাবেই বাড়তে থাকলে আগামীতে কী হবে, তা চিন্তা করে বুক শুকোচ্ছে জেলাবাসীর ৷ এই পরিস্থিতিতে অনেকেই সমস্ত রাজনৈতিক দলের নির্বাচনী প্রচার বন্ধ করার পক্ষে সওয়াল করেছেন ৷ বিজেপির তরফে প্রতিটি সভা মাত্র 500 জনে সংকুচিত করা হয়েছে ৷ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি সভার সময় কমিয়েছেন ৷ কিন্তু আজ হরিশ্চন্দ্রপুরে তাঁর নির্বাচনী সভায় যেভাবে কোভিড বিধি উপেক্ষিত হতে দেখা গেছে, তা চিন্তায় রেখেছে এলাকার মানুষকে ৷

আরও পড়ুন - আতঙ্কিত না হয়ে মানবিক হোন, করোনা নিয়ে রাজ্য়বাসীকে বার্তা মমতার

যদিও তাঁর সভায় কোভিড বিধি কার্যকর না হওয়া নিয়ে আজ মমতার মুখে কিছু শোনা যায়নি ৷ উলটে করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই দায়ী করেছেন ৷ তিনি বলেন, “মোদি পারে না, এমন জিনিস নেই ৷ ফের করোনা নিয়ে এসেছে ৷ করোনা দেশ থেকে চলে গিয়েছিল ৷ এখন করোনা বেড়ে গেলে বলছে, জনগন সামলাবে ৷ কেন? এটা মোদি মেড ডিজাস্টার ৷ কেন ওষুধ বাইরে পাওয়া যাচ্ছে না, তার দায়িত্ব মোদিবাবুকে নিতে হবে ৷ 65 শতাংশ ওষুধ আর ইনজেকশন বিদেশে পাঠিয়ে দিয়েছে ৷ এদিকে ঘরের ছেলেমেয়েদের ওষুধ, ইঞ্জেকশন নেই ৷ মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, দিল্লি জ্বলছে ৷ আর মোদিবাবুরা বিজেপি করে ফুলছে ৷ ওষুধ তোমায় দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে ৷ করোনা সামলাতে না পারলে তোমায় বিদায় নিতে হবে ৷ এখানে রাজনীতি করার কোনও জায়গা নেই ৷ শুধু ভাষণ দিলে হবে না ৷ জনগণও কখনও কখনও ব্যবস্থা নিতে পারে ৷”

ABOUT THE AUTHOR

...view details