মালদা, 23 মার্চ : মালদার হরিশ্চন্দ্রপুর ও সুজাপুর কেন্দ্রে প্রার্থী পরিবর্তন হতে পারে বিজেপির ৷ এমনটাই খবর দলীয় সূত্রে ৷ যদিও এবিষয়ে বিশেষ কোনও মন্তব্য করতে রাজি হননি দলের জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল ৷ তবে গত পরশু সংবাদমাধ্যমের সামনে করা তাঁর কিছু মন্তব্য সামনে আসে ৷ এরপরেই দলের অন্দরে গুঞ্জন শুরু হয় ৷
প্রার্থী তালিকা ঘোষণার পর রাজ্যের অন্য অনেক জায়গার মতো মালদা জেলাতেও গেরুয়া শিবিরের বিক্ষোভ চরমে ওঠে ৷ ভাঙচুর চালানো হয় দলের জেলা দপ্তরসহ একাধিক ব্লক কার্যালয়ে ৷ এনিয়ে রাজনৈতিক মহলে ঝড় ওঠে ৷ এরপরেই বিজেপির জেলা সভাপতি মন্তব্য করেন, “প্রার্থী বদল নিয়ে কিছু দাবি আমাদের কাছে এসেছে ৷ এই দাবিগুলির মধ্যে কিছুটা যুক্তিও রয়েছে ৷ আমরাও উপরমহলে সেই যুক্তি দেখিয়ে বিবেচনার আবেদন জানিয়েছি ৷ জেলার 4-5 টি কেন্দ্র থেকে এমন দাবি এসেছে ৷ এর মধ্যে হরিশ্চন্দ্রপুর, মালদা, মানিকচক, সুজাপুরের মতো কেন্দ্র রয়েছে ৷ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসব নিয়ে একটু বিচার করলে ভালো হয় ৷ কয়েকটি কেন্দ্রে প্রার্থী পরিবর্তন করা হলে দলের ভালো হবে বলে আমারও ধারণা ৷”
দলীয় সূত্রে জানা গিয়েছে, গোটা বিষয়টি নিয়ে দলের কেন্দ্রীয় ও রাজ্য কমিটির গোবিন্দবাবুর সঙ্গে দীর্ঘ আলোচনা হয় ৷ এরই মধ্যে দলের এক সাধারণ সম্পাদক গোবিন্দবাবুর পুরোনো মন্তব্য সোশাল মিডিয়ায় ভাইরাল করে দেন ৷ ফলে উপরমহলের কাছে চূড়ান্ত অস্বস্তিতে পড়েন বিজেপির জেলা সভাপতি ৷ গতকাল সন্ধ্যায় তিনি ইটিভি ভারতকে জানান, “ যাদের কাছে যেভাবে আমি এবিষয়ে মন্তব্য করেছিলাম, তার ভুল ব্যাখ্যা করা হয়েছে ৷ সেকারণেই বিষয়টি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ কেন্দ্রীয় নেতৃত্ব যেসব প্রার্থীর নাম ঘোষণা করেছে, সেই নাম আমরা কখনই পরিবর্তন করতে পারি না ৷ যেসব জায়গা থেকে প্রার্থী পরিবর্তনের লিখিত আবেদন এসেছিল, আমরা সেসব রাজ্যে পাঠিয়ে দিয়েছি ৷ তার মানে এই নয় যে মালদা জেলা কমিটি ওই প্রার্থীদের বদল চাইছে ৷ গোটা বিষয়টি নিয়ে দলের রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব পর্যবেক্ষণ করছে ৷ উপর থেকে যে নির্দেশ আসবে, সেই অনুযায়ীই কাজ হবে ৷ আর দলের যে নেতা বিষয়টিকে সোশাল মিডিয়ায় ভাইরাল করেছেন, ইতিমধ্যে তাঁকে শো-কজ করা হয়েছে ৷”
বিজেপির প্রার্থী বদলের ইঙ্গিত মালদার হরিশ্চন্দ্রপুর ও সুজাপুর কেন্দ্রে গোবিন্দবাবু প্রার্থী বদল নিয়ে কিছু বলতে রাজি না হলেও দলীয় সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে দলের রাজ্য নেতৃত্ব হরিশ্চন্দ্রপুর ও সুজাপুর আসনে প্রার্থী পরিবর্তনের বিষয়ে ভাবতে শুরু করেছে ৷ আগামী দু’-একদিনের মধ্যেই কেন্দ্রীয় নেতৃত্ব এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে ৷
আরও পড়ুন :প্রার্থী বদলের দাবিতে কোতোয়ালি ভবনের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ কংগ্রেস কর্মীদের