মালদা, 3 এপ্রিল : তৃণমূলের নির্বাচনী কর্মিসভায় সরকারি ইউনিফর্ম পরে অংশ নিতে দেখা গেল আইসিডিএস কর্মীদের ৷ দেখা গেল সরকারি পোশাক পরা আশাকর্মীদেরও ৷ শুক্রবার মানিকচকে এই ছবি ধরা পড়েছে ৷ আইসিডিএস কর্মীরা জানিয়েছেন, সুপারভাইজ়ারের নির্দেশেই তাঁরা এই সভায় অংশ নিয়েছেন ৷ এই ঘটনায় মানিকচক কেন্দ্রের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ দায়ের করেছেন বিজেপির জেলা সভাপতি ৷ অভিযোগ পেয়েই ঘটনাস্থলে তদন্তে যান কমিশনের আধিকারিকরা ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷
শুক্রবার মানিকচকের মথুরাপুরে ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাবিত্রী মিত্রের সমর্থনে একটি দলীয় কর্মিসভার আয়োজন করা হয় ৷ সেই সভাতেই দেখা গেল ইউনিফর্ম পরা আইসিডিএস কর্মীদের ৷ নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মী জানিয়েছেন, সুপারভাইজ়ারের নির্দেশেই তাঁরা তৃণমূল প্রার্থী সাবিত্রী মিত্রের সমর্থনে আয়োজিত সভায় অংশ নিয়েছেন ৷ তবে প্রথমে তাঁদের বলা হয়নি, এটা রাজনৈতিক সভা ৷ এখানে এসেই তাঁরা বিষয়টি জানতে পারেন ৷
এলাকার বিজেপি নেতা বিশ্বজিৎ মণ্ডল বলেন, “এখন গোটা রাজ্যেই নির্বাচনী আচরণবিধি লাগু রয়েছে ৷ কিন্তু তা সত্ত্বেও আজ সাবিত্রী মিত্রের নেতৃত্বে আইসিডিএস কর্মীদের ভুল বুঝিয়ে, ভয় দেখিয়ে তৃণমূলের কর্মিসভায় ডাকা হয়েছে ৷ আমরা নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছি ৷ আমরা চাই, নির্বাচন কমিশন এব্যাপারে উপযুক্ত পদক্ষেপ নিক ৷ এরা হয়ত প্রতিটি বুথে আইসিডিএস কর্মীদের কাজে লাগাতে চাইছে ৷ এই কর্মীরা হয়তো সরকারের ভয়ে এই নির্দেশ পালন করতে বাধ্য হচ্ছেন ৷ কিন্তু এসব করে কোনও লাভ হবে না ৷ এবার তৃণমূল পশ্চিমবঙ্গ থেকে সাফ হয়ে যাবে ৷”