মালদা , 18 এপ্রিল : নির্বাচনের আগে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার মালদায় । রবিবার এই ঘটনায় সৌরভ মণ্ডল (19) ও সঞ্জয় মণ্ডল (25) নামে দুই যুবককে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ তদন্তকেন্দ্রের পুলিশ । ধৃতরা কালিয়াচকের রামনগর এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর ।
সূত্র মারফত খবর পেয়ে কালিয়াচক থানার অন্তর্গত গোলাপগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ রবিবার রামনগর বাজার এলাকায় হানা দেয়। তথ্যের ভিত্তিতে দুই যুবককে আটক করে ৷ এরপর তল্লাশি চালাতেই তাঁদের কাছ থেকে পাইপগান ও কার্তুজ উদ্ধার হয় ৷ তৎক্ষণাৎ ওই দুই যুবককে গ্রেফতার করা হয় ।