মালদা, 13 এপ্রিল : পঞ্চম দফার ভোটের মুখে মালদার গাজোলে বোমা উদ্ধার ৷ গাজোলের আলালে এক তৃণমূল নেতার বাড়ির সামনে থেকে উদ্ধার হয়েছে বোমা ৷ ওই তৃণমূল নেতা প্রাক্তন পঞ্চায়েত প্রধান ৷ খবর পেয়ে বম্ব স্কোয়াড ঘটনাস্থলে গিয়ে চারটি বোমা উদ্ধার করেছে ৷ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে ৷
আজ সকালে আলাল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় তৃণমূল নেতা খালেদুর রহমানের বাড়ির সামনে রাস্তার পাশে চারটি বোমা পড়ে থাকতে দেখা যায় ৷ যদিও ওই তৃণমূল নেতার দাবি, পারিবারিক ঝামেলায় তাঁর বাড়ির সামনে বোমাগুলি রেখে গিয়েছে তাঁর ভাইরা ৷ ওই জায়গায় খালেদুর সাহেব ও তাঁর ভাইদের দোকান রয়েছে ৷ তাঁদের মধ্যে সম্প্রতি পৈতৃক সম্পত্তি নিয়ে ঝামেলা বাধে ৷ আজ সেই ঝামেলা নিয়ে দু’পক্ষের আলোচনায় বসার কথা ছিল ৷ কিন্তু তার আগেই বোমাগুলি উদ্ধার হয় ৷
ভোটের মুখে তৃণমূল নেতার বাড়ির সামনে থেকে উদ্ধার বোমা আরও পড়ুন : গনি গড়ে জোড়াফুল ফোটানোর আশায় আবদুল গনি
খালেদুর সাহেব বলেন, "ঘুম থেকে উঠে নীচে গিয়ে দেখি বাড়ির সামনে চারটি বোমা পড়ে রয়েছে ৷ কয়েকদিন আগে আমার সঙ্গে ভাইদের ঝামেলা হয়েছিল ৷ আজ সেই ঝামেলা মেটানোর জন্য আলোচনায় বসার কথা ছিল ৷ আমার ধারণা, আলোচনা ভেস্তে দিতে ইচ্ছাকৃতভাবে বাড়ির সামনে বোমা রেখে দেওয়া হয়েছে ৷ আমি বিষয়টি থানায় জানিয়েছি ৷ খবর পেয়ে পুলিশের বম্ব স্কোয়াড এসে বোমাগুলি উদ্ধার করে ৷ দোকানের সিসিটিভি ফুটেজে নিশ্চয়ই গোটা ঘটনা ধরা পড়েছে ৷ আমি চাই পুলিশ ফুটেজ খতিয়ে দেখে ব্যবস্থা নিক ৷"
গোটা ঘটনা নিয়ে ভোটের আগে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ৷ এই কেন্দ্রে এবার লড়াইয়ে তৃণমূল, বিজেপি ও সিপিএমের মধ্যে ৷ তিনটি দলই এই ঘটনায় একে অন্যের দিকে আঙুল তুলেছে ৷