পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মালদার বিজেপি প্রার্থীকে খুনের চেষ্টার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ

মালদার দলীয় প্রার্থীকে গুলি করে খুনের চেষ্টার ঘটনায় মালদায় জাতীয় সড়ক অবরোধ বিজেপি কর্মী-সমর্থকদের ৷ আজ ভোর 5টা থেকে সকাল 9টা পর্যন্ত 34নং জাতীয় সড়ক অবরোধ করে রাখেন তাঁরা ৷ অন্যদিকে, গতকাল রাতেই বিজেপি প্রার্থী গোপালচন্দ্র সাহার অস্ত্রোপচার করেন চিকিৎসকরা ৷ তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল ৷

bjp workers block the national highway for trying to assassinate BJP candidate in malda
মালদার বিজেপি প্রার্থীকে খুনের চেষ্টার অভিযোগে জাতীয় সড়ক অবরোধ

By

Published : Apr 19, 2021, 1:16 PM IST

মালদা, 19 এপ্রিল : মালদা বিধানসভার দলীয় প্রার্থীকে গুলি করার ঘটনায় আজ সকাল থেকেই প্রতিবাদে নামলেন বিজেপির কর্মী- সমর্থকরা ৷ আজ ভোর থেকে পুরাতন মালদার নারায়ণপুর সংলগ্ন চেচু মোড়ে 34 নং জাতীয় সড়ক অবরোধ করেন তাঁরা ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত দুষ্কৃতীদের চিহ্নিত করতে না পারায় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব ৷ দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতার না করা হলে বিজেপির তরফে রাজ্য জুড়ে আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে ৷

গতকাল রাত ন’টা নাগাদ মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপালচন্দ্র সাহাকে সাহাপুর গ্রাম পঞ্চায়েতের একটি বাজারে গুলি করা হয় ৷ নির্বাচন উপলক্ষ্যে গতকাল রাতে তিনি সেখানে মণ্ডল কমিটির সভা করতে যান ৷ সভা শেষে তিনি নির্বাচনী কার্যালয়ের সামনে কয়েকজন কর্মীর সঙ্গে কথা বলছিলেন ৷ অভিযোগ, সেই সময় মোটর বাইকে থাকা দুই দুষ্কৃতীর একজন গোপালবাবুকে লক্ষ্য করে গুলি চালায় ৷ তারপরেই তারা সেখান থেকে দ্রুতগতিতে উধাও হয়ে যায় ৷ গুলি গোপালবাবুর ডানদিকের গলায় লাগে ৷ সঙ্গে সঙ্গে বিজেপি কর্মীরা তাঁকে মালদা মেডিকেল কলেজে নিয়ে যায় ৷ রাতেই তাঁর অস্ত্রোপচার করে গুলি বার করেন চিকিৎসকরা ৷ মালদা মেডিকেল কলেজের তরফে জানানো হয়েছে, আপাতত গোপালচন্দ্র সাহার অবস্থা স্থিতিশীল ৷

মালদার বিজেপি প্রার্থীকে খুনের চেষ্টার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ

ঘটনার খবর পেয়ে রাতে হাসপাতালে যান মালদার জেলাশাসক ও জেলা নির্বাচন আধিকারিক রাজর্ষি মিত্র ৷ যান সহকারী পুলিশ সুপারও ৷ তাঁরা গোপালচন্দ্র সাহার শারীরিক পরিস্থিতি নিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন ৷ কথা বলেন বিজেপি নেতৃত্বের সঙ্গেও ৷ এদিকে ঘটনার প্রতিবাদে রাতেই হাসপাতালের সামনে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন বিজেপির মহিলা ও যুব মোর্চার সদস্যরা ৷ যদিও পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে কিছুক্ষণ পর পথ অবরোধ উঠে যায় ৷

আরও পড়ুন : প্রার্থীকে লক্ষ্য করে গুলি চালানোর প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ বিজেপির

তবে, আজ ভোর পাঁচটা থেকে পুরাতন মালদার চেচু মোড়ে ফের জাতীয় সড়ক অবরোধ করেন বিজেপির নেতা-কর্মীরা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় মালদা থানার পুলিশ ৷ তবে পুলিশের অনুরোধে কেউ আমল দিতে রাজি হয়নি ৷ শেষ পর্যন্ত সকাল ন’টা নাগাদ অবরোধ ওঠে ৷ সেখানে উপস্থিত বিজেপির 29 নং জেলা পরিষদের মণ্ডল সভাপতি চামরাই বেসরা বলেন, “শাসকদলের চক্রান্তে দুষ্কৃতীরা আমাদের প্রার্থীকে গুলি করার পরেও পুলিশ দুষ্কৃতীদের গ্রেফতার করেনি ৷ আমরা এই ঘটনা নিয়ে গোটা রাজ্যে আন্দোলনের জোয়ার বইয়ে দেব ৷” বিজেপির মণ্ডল কমিটির সহ-সভাপতি দীপঙ্কর সরকার বলেন, “আজ ভোরেও গোপালদাকে খুন করার জন্য দুষ্কৃতীরা মেডিকেল চত্বরে জড় হয়েছিল ৷ গোপালদা এখনও নিরাপদ নয় ৷ এরই প্রতিবাদে আমাদের এই অবরোধ ৷”

ABOUT THE AUTHOR

...view details