পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মালদায় আটটি আসন জিতবে বিজেপি, দাবি সায়ন্তনের - assembly election 2021

আজ সকালে ঝন্টু বাজারের দলীয় নির্বাচনী কার্যালয়ের সামনে চায়ে পে চর্চায় অংশ নেন সায়ন্তন ৷ তাঁর সঙ্গে ছিলেন দলের জেলা সহ সভাপতি অজয় গঙ্গোপাধ্যায়, স্থানীয় নেতা নিতাই হালদার, অজিত দাস প্রমূখ ৷ এলাকার বেশ কিছু মানুষ সেই চর্চায় অংশ নেন ৷ দু’দিন আগে ওই কার্যালয়েই গুলিবিদ্ধ হয়েছিলেন গেরুয়া শিবিরের প্রার্থী গোপালচন্দ্র সাহা ৷ তবে এখন তিনি সুস্থ বলে মালদা মেডিকেলের তরফে জানানো হয়েছে৷

Sayantan
চায়ে পে চর্চায় সায়ন্তন

By

Published : Apr 20, 2021, 7:12 PM IST

Updated : Apr 20, 2021, 7:39 PM IST

মালদা, ২০ এপ্রিল : মালদা জেলার ১২টি আসনের মধ্যে আটটিতে জয়ের স্বপ্ন দেখছে বিজেপি ৷ আজ সকালে পুরাতন মালদার ঝন্টু বাজারে আয়োজিত চায়ে পে চর্চায় সেকথা জানিয়েছেন দলের রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন, নির্বাচন কমিশনের ভূমিকায় তাঁরা খুব একটা সন্তুষ্ট নন ৷ শেষ দুই দফা নির্বাচনের আগে মালদায় তৃণমূলের মজুত করা অস্ত্র বাজেয়াপ্ত করার সঙ্গে শাসকদল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেফতার না করা হলে তাঁরা আন্দোলনের পথেও যেতে পারেন ৷

সায়ন্তনের বক্তব্য়

আজ সকালে ঝন্টু বাজারের দলীয় নির্বাচনী কার্যালয়ের সামনে চায়ে পে চর্চায় অংশ নেন সায়ন্তন ৷ তাঁর সঙ্গে ছিলেন দলের জেলা সহ সভাপতি অজয় গঙ্গোপাধ্যায়, স্থানীয় নেতা নিতাই হালদার, অজিত দাস প্রমূখ ৷ এলাকার বেশ কিছু মানুষ সেই চর্চায় অংশ নেন ৷ দু’দিন আগে ওই কার্যালয়েই গুলিবিদ্ধ হয়েছিলেন গেরুয়া শিবিরের প্রার্থী গোপালচন্দ্র সাহা ৷ তবে এখন তিনি সুস্থ বলে মালদা মেডিকেলের তরফে জানানো হয়েছে৷

আরও পড়ুন- 18 ঊর্ধ্বদের টিকায় দেরি, মোদিকে কড়া চিঠি মমতার

সায়ন্তন আজ বলেন, “কোনও প্রার্থীকে গুলি করার ঘটনা মালদায় আগে হয়নি ৷ এক্ষেত্রে নির্বাচন কমিশন ব্যর্থ ৷ তারা যদি প্রার্থীকেই সুরক্ষা না দিতে পারে তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?" এর সঙ্গে তাঁর অভিযোগ, তৃণমূলের নেতা ও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বাড়িতে প্রচুর অস্ত্রশস্ত্র মজুত রয়েছে ৷ তাদের গ্রেফতারের দাবি তোলেন তিনি ৷ তাদের গ্রেফতার না করা হলে তা কমিশনের ব্যর্থতাও বলে কটাক্ষ করেন তিনি ৷

গুলি চালানোর বিষয়ে সায়ন্তন বলেন, "গোপালদাকে গুলি চালানোর ঘটনায় তৃণমূলের তরফে আমাদের দলের দিকে যে আঙুল তোলা হচ্ছে তাকে আমি পাগলামি ছাড়া কিছু বলব না ৷ রাজ্যে ক্ষমতায় আসার পর আমাদের সবচেয়ে আগে একটা বড় পাগলা গারদ বানাতে হবে ৷ তৃণমূলের নেতারা দলনেত্রীকে দেখে পাগল হয়ে গিয়েছেন ৷ হারের ভয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন ৷" ওই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের জন্য় দুদিন সময় ধার্য করেন সায়ন্তন ৷ তাতে অভিযুক্তরা গ্রেফতার না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন তিনি ৷

Last Updated : Apr 20, 2021, 7:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details