মালদা, 14 এপ্রিল : শীতলকুচির ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের অন্যান্য নেতা-নেত্রী কমিশনের দিকে যে অভিযোগের আঙুল তুলেছেন, তার কঠোর সমালোচনা করলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক ও উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা সায়ন্তন বসু ৷ তিনি রাজ্য নির্বাচন দফতরের কাছে শীতলকুচির ঘটনার সিসিটিভির ফুটেজ প্রকাশ্যে আনারও দাবি জানিয়েছেন ৷
আজ, বুধবার মালদার ইংরেজবাজার কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে প্রচার করেন সায়ন্তন বসু ৷ তিনি মালদা শহরের সদরঘাট এলাকায় চায়ে পে চর্চায় অংশ নেন ৷ সেখানে তিনি বলেন, “10 তারিখের নির্বাচনের পর চারদিকে শীতলকুচির নাম ৷ সেখানে নাকি কেন্দ্রীয় বাহিনী খুব ভুল কাজ করেছে ৷ যাঁরা ভোট দিতে এসেছিলেন, তাঁরা নাকি সবাই শান্তশিষ্ট, নিরীহ মানুষ ৷ তাঁদেরকে খুন করা হয়েছে ৷ এরপরেই দিলীপ ঘোষ, রাহুল সিনহা, শুভেন্দু অধিকারী, এমনকী আমার নামেও অনেক কথা বলা হচ্ছে ৷ যাঁরা দুঃখপ্রকাশ করছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা রয়েছে ৷’’
এর পরই তিনি 2010 সালের কলকাতা পুরনিগমের নির্বাচনের প্রসঙ্গ তুলে আনেন ৷ তিনি বলেন, ‘‘কিন্তু একটা কথা জানাতে চাই, 2010 সালে কলকাতা পুর-নির্বাচনে পাটুলিতে সিপিএমের পোলিং এজেন্ট অরবিন্দ ধর ওরফে বাপি ভোটের পর ত্রিপুরা স্টেট রাইফেলসের গুলিতে মারা যান ৷ তখন আজকের দুঃখের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমে বিবৃতি দিয়েছিলেন, বাপি কুখ্যাত দুষ্কৃতী ৷ রিগিং করতে গিয়ে গুলিতে মরে গিয়েছে ৷’’