মালদা, 24 মার্চ : সাসপেন্ড হওয়ার 24 ঘণ্টার মধ্যেই গেরুয়া থেকে জোড়া ফুলের শিবিরে নাম লেখালেন জেলা পরিষদ সদস্য। আজ দুপুরে জেলা তৃণমূল কার্যালয়ে সভানেত্রীর হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন তিনি। ক্ষমতা লোভীরা দল ছাড়লে কোনও ক্ষতি হবে না বলে দাবি বিজেপির জেলা সভাপতির।
বিজেপির প্রার্থী ঘোষণার পর থেকেই জেলা জুড়ে কর্মীদের বিক্ষোভের ছবি ধরা পড়ে। সেদিনই জেলা পরিষদ সদস্য সাগরিকা সরকার সহ কর্মীরা গাজোল ব্লক কার্যালয়ে ভাঙচুর চালায়। পরদিন জেলা বিজেপি কার্যালয়েও একই ছবি ধরা পড়ে। গতকাল বিজেপির জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল জেলা পরিষদ সদস্য সাগরিকা সরকারকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ডের কথা জানান। সেই ঘটনার ২৪ ঘণ্টা পেরোনোর আগেই তৃণমূলের ঝাণ্ডা হাতে তুলে নিলেন সাগরিকা সরকার। আজ দুপুরে জেলা তৃণমূল কার্যালয় নূর ম্যানশনে জেলা তৃণমূল সভানেত্রী মৌসম নূর ও জেলার কো-অর্ডিনেটর দুলাল সরকারের হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা তুলে নেন তিনি।