মালদা, 18 এপ্রিল : ভোটের আগে বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার প্রতিবাদে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করল মালদা জেলা বিজেপি যুব মোর্চা । উল্লেখ্য, আজ রাতে ঝন্টু মোড় এলাকায় নির্বাচনী কার্যালয়ে গিয়েছিলেন পুরাতন মালদা বিজেপি প্রার্থী গোপাল সাহা । সেই সময় কেউ বা কারা তাঁকে লক্ষ্য করে গুলি চালায় । গুলি লাগে গোপালবাবুর ডান কানের নিচে ।
বর্তমানে তিনি মালদা মেডিকেলে চিকিৎসাধীন । ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি মালদা মেডিকেলে ছুটে আসেন জেলার মুখ্য নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসক রাজর্ষি মিত্র। এদিকে ঘটনার প্রতিবাদে মালদা মেডিকেলের সামনে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো শুরু করেন বিজেপি যুব মোর্চার সদস্যরা ।