পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রার্থীকে লক্ষ্য করে গুলি চালানোর প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ বিজেপির - BJP blocks NH 34

ঘটনার প্রতিবাদে মালদা মেডিকেলের সামনে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো শুরু করেন বিজেপি যুব মোর্চার সদস্যরা ।

West Bengal Election 2021
ছবি

By

Published : Apr 18, 2021, 11:05 PM IST

মালদা, 18 এপ্রিল : ভোটের আগে বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার প্রতিবাদে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করল মালদা জেলা বিজেপি যুব মোর্চা । উল্লেখ্য, আজ রাতে ঝন্টু মোড় এলাকায় নির্বাচনী কার্যালয়ে গিয়েছিলেন পুরাতন মালদা বিজেপি প্রার্থী গোপাল সাহা । সেই সময় কেউ বা কারা তাঁকে লক্ষ্য করে গুলি চালায় । গুলি লাগে গোপালবাবুর ডান কানের নিচে ।

বর্তমানে তিনি মালদা মেডিকেলে চিকিৎসাধীন । ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি মালদা মেডিকেলে ছুটে আসেন জেলার মুখ্য নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসক রাজর্ষি মিত্র। এদিকে ঘটনার প্রতিবাদে মালদা মেডিকেলের সামনে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো শুরু করেন বিজেপি যুব মোর্চার সদস্যরা ।

প্রার্থীর উপর হামলার প্রতিবাদে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ বিজেপির

আরও পড়ুন : পার্টি অফিস থেকে বেরোতেই বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে গুলি, মালদায় উত্তেজনা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

যুব মোর্চার নেতা বিশ্বজিৎ রায় বলেন, আমাদের পুরাতন মালদার বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। বর্তমানে তিনি মালদা মেডিকেলে চিকিৎসাধীন। এই ঘটনার প্রতিবাদে আমরা জাতীয় সড়ক অবরোধ করেছি। আগামীকাল আমরা পুরো জেলা স্তব্ধ করে দেব ।

ABOUT THE AUTHOR

...view details