মালদা, 29 এপ্রিল :ভোটগ্রহণ কেন্দ্রে যাঁর উপর ভোটারদের শরীরের তাপমাত্রা সহ করোনা মোকাবিলায় সমস্ত ব্যবস্থা নেওয়ার কথা, সেই কর্মীই কোভিড পজিটিভ ৷ করোনা আক্রান্ত এক আশাকর্মী বুথে কাজ করছেন ৷ এই ছবি ধরা পড়েছে ইটিভি ভারতের ক্যামেরায় ৷ বিষয়টি জানতে পেরেই মালদা কেন্দ্রের 170 নম্বর বুথে ওই কর্মীকে বুথে বসিয়ে রেখেছেন বুথের প্রিসাইডিং অফিসার ৷
ওই আশাকর্মীর বাড়ি মালদা শহরে৷ নাম ভারতী পাল ৷ তিনি পুরাতন মালদা ব্লকে কর্মরত৷ জ্বর ও কাশির উপসর্গ নিয়ে তিনি গত 24 এপ্রিল মৌলপুর গ্রামীণ হাসপাতালে নিজের লালারস পরীক্ষা করান ৷ 26 এপ্রিল রিপোর্ট পজিটিভ আসে ৷ শুধু তিনিই নন, তাঁর 14 বছরের ছেলেও করোনা আক্রান্ত ৷ স্বামী সম্প্রতি করোনার ভ্যাকসিন নিয়েছেন ৷ তিনিও জ্বরে পড়ে রয়েছেন ৷ এই কর্মীকেই নির্বাচনে ডিউটি করতে বাধ্য করার অভিযোগ উঠেছে পুরাতন মালদার বিডিও ও ব্লক স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে ৷