মালদা, 14 এপ্রিল : ফের এসেছে ভোট ৷ ফের জেগে উঠছেন গনি খান ৷ মালদায় ভোট আসলেই কবরের নীচ থেকে নাকি তাঁর আওয়াজ ভেসে আসে ৷ তাই মৃত্যুর 15 বছর পরেও তাঁকে নিয়ে টানাটানি কংগ্রেস, তৃণমূল, এমনকি সিপিএমেরও ৷ ভোটের মুখে 16তম মৃত্যুবার্ষিকীতে যেমন কোতওয়ালির খান চৌধুরীদের পরিবার-সহ কংগ্রেস নেতৃত্ব বরকত সাহেবকে আঁকড়ে ধরার চেষ্টা করেছে, তেমনই সিপিএম ও তৃণমূলেও দেখা গিয়েছে সেই আকুতি ৷
শুধু জেলা নয়, বরকত গনি খান চৌধুরী একসময় গোটা রাজ্যের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক নেতা হিসাবে পরিচিত ছিলেন ৷ তাঁর হাত ধরেই মালদা জেলায় প্রতিষ্ঠা পেয়েছে কংগ্রেস ৷ নিজের জীবদ্দশায় এই জেলায় যে কোনও নির্বাচনে তিনিই ছিলেন নিয়ন্ত্রক ৷ মৃত্যুর পরেও তাঁর নামেই মালদা জেলার যে কোনও নির্বাচন আবর্তিত হয়ে এসেছে ৷ কালের নিয়মে তাঁর নামে পড়ে যাওয়া ধুলো ভোট আসলেই উড়ে যায় ৷ এবারও তার ব্যতিক্রম হয়নি ৷ রাজ্যে বিধানসভা নির্বাচন এখন মাঝদরিয়ায় ৷ আটের মধ্যে চার দফা সম্পন্ন ৷ শেষ দুই দফা দ্রুতগতিতে এগিয়ে আসছে ৷ তার ঠিক আগে বরকত সাহেবের প্রয়াণ দিবসের ফয়দা নেওয়ার চেষ্টা চালিয়েছে সব পক্ষ ৷