মালদা, ২৩ মার্চ : মালদায় প্রার্থী নিয়ে কংগ্রেসের বিক্ষোভ অব্যাহত ৷ রতুয়ার পর এবার কংগ্রেস কর্মীদের রোষে মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী৷ এই কেন্দ্রের ঘোষিত প্রার্থীকে বদল করার দাবিতে আজ দলীয় কর্মীদের একাংশের ক্ষোভ আছড়ে পড়ে ব্লক কংগ্রেস কার্যালয়ে৷ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় পার্টি অফিস৷ সেখানে লাগানো দলের ঝান্ডা খুলে রাস্তায় ছুঁড়ে ফেলা হয়৷ দোতলা কার্যালয়ে ব্যাপক ভাঙচুর করেন বিক্ষোভকারীরা ৷ দপ্তরে তালা মেরে দেওয়া হয় ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে হয় কালিয়াচক থানার পুলিশকে ৷ বিক্ষুব্ধ কংগ্রেস কর্মীরা মোথাবাড়ি কেন্দ্রের প্রার্থী নিয়ে জেলা কংগ্রেস সভাপতির বিরুদ্ধে মোটা অংকের টাকা নেওয়ার অভিযোগ তুলেছেন৷
গত শনিবার রাতে বৈষ্ণবনগর ও রতুয়ার সঙ্গে মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রেরও প্রার্থী ঘোষণা করে এআইসিসি৷ ওই কেন্দ্রে প্রার্থী করা হয় দীর্ঘদিনের কংগ্রেস নেতা দুলাল শেখকে ৷ গতকাল পর্যন্ত রতুয়া কেন্দ্রের প্রার্থী নিয়ে কংগ্রেস কর্মীদের বিক্ষোভ অব্যাহত ছিল ৷ গতকাল সকাল থেকে দুপুর দুটো পর্যন্ত জেলা কংগ্রেস সভাপতি আবু হাসেম খান চৌধুরির কোতোয়ালি ভবনের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা৷ তাঁরা অভিযোগ তোলেন, জেলা কংগ্রেস সভাপতি অন্তত ৭০ লাখ টাকার বিনিময়ে রতুয়া কেন্দ্রের টিকিট বিক্রি করেছেন৷ শেষ পর্যন্ত দুপুরে তাঁদের লিখিত প্রতিশ্রুতি দিয়ে ডালুবাবু জানান, এনিয়ে আগামী ২৪ তারিখ তিনি রতুয়া ব্লক নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন৷