পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এবার মোথাবাড়িতে প্রার্থী বদলের দাবিতে কংগ্রেস কর্মীদের বিক্ষোভ - west bengal assembly election

আজ মোথাবাড়ি কেন্দ্রের ঘোষিত প্রার্থী মহম্মদ দুলাল শেখের বিরুদ্ধে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা৷ তাঁদের অভিযোগ, জেলা কংগ্রেস সভাপতি ৫০ লাখ টাকায় এই কেন্দ্রের টিকিট দুলাল শেখকে বিক্রি করেছেন৷

Agitation of Congress workers
মালদায় বিক্ষোভ

By

Published : Mar 23, 2021, 6:36 PM IST

মালদা, ২৩ মার্চ : মালদায় প্রার্থী নিয়ে কংগ্রেসের বিক্ষোভ অব্যাহত ৷ রতুয়ার পর এবার কংগ্রেস কর্মীদের রোষে মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী৷ এই কেন্দ্রের ঘোষিত প্রার্থীকে বদল করার দাবিতে আজ দলীয় কর্মীদের একাংশের ক্ষোভ আছড়ে পড়ে ব্লক কংগ্রেস কার্যালয়ে৷ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় পার্টি অফিস৷ সেখানে লাগানো দলের ঝান্ডা খুলে রাস্তায় ছুঁড়ে ফেলা হয়৷ দোতলা কার্যালয়ে ব্যাপক ভাঙচুর করেন বিক্ষোভকারীরা ৷ দপ্তরে তালা মেরে দেওয়া হয় ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে হয় কালিয়াচক থানার পুলিশকে ৷ বিক্ষুব্ধ কংগ্রেস কর্মীরা মোথাবাড়ি কেন্দ্রের প্রার্থী নিয়ে জেলা কংগ্রেস সভাপতির বিরুদ্ধে মোটা অংকের টাকা নেওয়ার অভিযোগ তুলেছেন৷

গত শনিবার রাতে বৈষ্ণবনগর ও রতুয়ার সঙ্গে মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রেরও প্রার্থী ঘোষণা করে এআইসিসি৷ ওই কেন্দ্রে প্রার্থী করা হয় দীর্ঘদিনের কংগ্রেস নেতা দুলাল শেখকে ৷ গতকাল পর্যন্ত রতুয়া কেন্দ্রের প্রার্থী নিয়ে কংগ্রেস কর্মীদের বিক্ষোভ অব্যাহত ছিল ৷ গতকাল সকাল থেকে দুপুর দুটো পর্যন্ত জেলা কংগ্রেস সভাপতি আবু হাসেম খান চৌধুরির কোতোয়ালি ভবনের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা৷ তাঁরা অভিযোগ তোলেন, জেলা কংগ্রেস সভাপতি অন্তত ৭০ লাখ টাকার বিনিময়ে রতুয়া কেন্দ্রের টিকিট বিক্রি করেছেন৷ শেষ পর্যন্ত দুপুরে তাঁদের লিখিত প্রতিশ্রুতি দিয়ে ডালুবাবু জানান, এনিয়ে আগামী ২৪ তারিখ তিনি রতুয়া ব্লক নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন৷

কংগ্রেস কর্মীদের বিক্ষোভ

আরও পড়ুন- মোরাটোরিয়ামের সময়সীমা বাড়ানো সম্ভব নয়, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ মোথাবাড়ি কেন্দ্রের ঘোষিত প্রার্থী মহম্মদ দুলাল শেখের বিরুদ্ধে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা৷ তাঁদের বক্তব্য, দুলাল শেখের বদলে অন্য কাউকে এই কেন্দ্রে প্রার্থী করতে হবে৷ জেলা কংগ্রেস সভাপতি ৫০ লাখ টাকায় এই কেন্দ্রের টিকিট দুলাল শেখকে বিক্রি করেছেন৷ আজ তাঁরা ছোট আকারে বিক্ষোভ দেখিয়েছেন৷ এই প্রার্থী বদল না করা হলে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন৷

এবিষয়ে ডালুবাবুকে ফোনে প্রশ্ন করা হলে তিনি বলেন, “ওখানে কী হয়েছে জানি না৷ খোঁজ নিচ্ছি৷ তবে সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের প্রার্থী চূড়ান্ত হয়৷ প্রার্থী নির্বাচনে জেলা কংগ্রেস সভাপতির কোনও হাত থাকে না৷ ব্লক নেতৃত্বই কয়েকজন প্রার্থীর নাম আমার কাছে পাঠায়৷ আমি সেসব প্রদেশে পাঠিয়ে দিই৷ ফলে আমার বিরুদ্ধে টাকা খাওয়ার অভিযোগ ওঠার প্রশ্নই নেই৷” জানা যাচ্ছে, মোথাবাড়ি কেন্দ্রে এবার কংগ্রেসের টিকিটের দাবিদার ছিলেন মতিউর রহমান৷ আজ তাঁর অনুগামীরাই দলীয় দপ্তর ভাঙচুর চালিয়েছেন বলে পুলিশ সূত্রে খবর৷

ABOUT THE AUTHOR

...view details