মালদা, 24 এপ্রিল : ফের কমিশনের নির্দেশিকাকে বুড়ো আঙুল ৷ এবার কাঠগড়ায় খোদ মহাগুরু ৷ করোনা সংক্রমণ যখন মালদা জেলায় ঊর্ধ্বমুখী ৷ সরকারিভাবে প্রতিদিন আক্রান্ত হচ্ছেন কয়েকশো মানুষ ৷ মৃত্যুও হচ্ছে প্রচুর ৷ সেই সময় বৈষ্ণবনগরের দলীয় প্রার্থীর সমর্থনে আজ নির্বাচনী সভা করেন মিঠুন চক্রবর্তী ৷ এনিয়ে বিজেপির জেলা সভাপতিকে ফোন করে ব্যাখ্যা চান মালদা জেলা নির্বাচন আধিকারিক ৷ এই ঘটনায় যে কোভিড নির্দেশিকা ভঙ্গ হয়েছে তা মেনে নিচ্ছেন বিজেপির জেলা সভাপতিও ৷ কিন্তু মানুষের আবেগের কাছে তাঁরা হেরে গিয়েছেন বলে মন্তব্য তাঁর ৷
আজ দুপুরে বৈষ্ণবনগর হাইস্কুল মাঠে নির্বাচনী জনসভা করেন মিঠুন ৷ মঞ্চে ওই কেন্দ্রের প্রার্থী স্বাধীনকুমার সরকার, বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ছাড়াও উপস্থিত ছিলেন আরও অনেকে ৷ এলাকায় মিঠুনের মতো তারকাকে দেখতে ভিড় আছড়ে পড়েছিল ৷ মাঠে হাজির হয়েছিলেন কয়েক হাজার মানুষ ৷ বক্তব্য রাখতে দিয়ে রাজ্য সরকার এবং নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়েরও সমালোচনা করেন মিঠুন ৷ রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে কী কী করা হবে, তাও বলেন তিনি ৷ তাঁর কথায়, “সবাই ভোট না দিলে সোনার বাংলা গড়া যাবে না ৷ ভোট দিয়ে স্বাধীনদাকে জেতাতে হবে ৷ তাঁকে আমরা মন্ত্রীসভায় চাই ৷ তাঁর মতো সৎ লোককেই আমাদের প্রয়োজন ৷ এই দলের একজন সদস্যও যদি কাটমানির সঙ্গে যুক্ত হয়, মাত্র এক মিনিটের মধ্যে সে পার্টি থেকে বাদ ৷ হার বুঝে এরা ভয় দেখিয়ে ভোট নষ্ট করার চেষ্টা করছে ৷ কিন্তু ভয় পেয়ে ভোট না দিলে আরও পাঁচ বছর কষ্ট হবে ৷ একটা কথা বলে দিচ্ছি, যেদিন সরকার গড়ব, সেদিন থেকে গুণে ছ’মাসের মধ্যে বাংলাকে ঘুরে দাঁড় করিয়ে দেব ৷’’